আরজি কর কাণ্ডে দেশ জুড়ে সোমবার ‘অভয়ার ভাই’ প্রতীকী রাখি উৎসবের ডাক চিকিৎসকদের

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

আরজি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে এবার দেশ জুড়ে প্রতীকী রাখি উৎসবের ডাক চিকিৎসকদের। আর জি কর থেকে শুরু করে গোটা দেশে ছড়িয়ে থাকা ‘অভয়ার’ ভাইরা যোগ দেবেন এই রাখিবন্ধন উৎসবে। এমনটাই পরিকল্পনা চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস-এর।
দেশজুড়েআগামিকাল এই বিশেষ উৎসব আয়োজন করা হয়েছে চিকিৎসক সংগঠনের তরফে। সংগঠনের তরফে সাংবাদিক বৈঠক করে রবিবার ডাক্তার অনিকেত মাহাত, ডাক্তার কিঞ্জল নন্দ বলেন, “আগামিকাল, সোমবার বিশেষ কালো রিবন পরে উৎসবের চিরায়ত প্রত্যয়, প্রতীজ্ঞা নিয়ে আন্দোলন করা হবে। দেশ জুড়ে পালিত হবে কালো রিবন পরে রাখি উৎসব। ‘প্রমিস টু বি কেপ্ট সিস্টারস’ অর্থাৎ ‘প্রতিশ্রুতি রাখব’ এই শীর্ষকে সোমবার দুপুর ১:৩০-র পর থেকে ‘রাখি উৎসব, অভয়ার ভাই’ শুরু হতে চলেছে আর জি কর চত্বরে।
প্রসঙ্গত, সোমবার রাখিবন্ধনের কর্মসূচি শেষ করে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের ডাকে সিনিয়র ডাক্তাররা বেলা দুটোর সময় মেডিক্যাল কলেজ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে জমায়েত হবেন। সেখান থেকে তাঁরা মিছিল করে লালবাজার যাবে ডাক্তার সুবর্ণ গোস্বামী ও ডাক্তার কুণাল সরকারের জন্যে। তাদের সঙ্গে আইনজীবীরা থাকবেন। যেখানে পুলিশ আটকাবে, সেখান থেকে আবার শুরুর জায়গায় ফিরে আসব। দুই চিকিৎসক লালবাজার থেকে ফেরা পর্যন্ত অপেক্ষা করবে তাঁরা এমনটাই জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*