আগামী ২২ তারিখ, মঙ্গলবার কলকাতায় আসছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ নোবেল পাওয়ার পর মা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছেন তিনি ৷ ২৩ তারিখ, বুধবার পরিবারের সঙ্গে সময় কাটাবেন ৷ মঙ্গলবার একথাই জানান তাঁর ভাই অনিরুদ্ধ ভাস্কর বন্দ্যোপাধ্যায় ৷
শুক্রবার দেশে পৌঁছবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে নিজের দ্বিতীয় বই ‘Good Economics for Hard Times, Better Answers to Our Biggest Problems’ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ অনিরুদ্ধবাবু জানান, নোবেল ঘোষণার অনেক আগেই ঠিক ছিল এই বই প্রকাশের দিনক্ষণ ৷ বলেন, আমি গতরাতে তার সঙ্গে কথা বলেছি ৷ অভিজিৎ বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দেবে ৷ অনুষ্ঠানের পর তার কিছু পূর্বপরিকল্পিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ৷ সেগুলো মিটিয়ে অক্টোবরের ২৩ তারিখ বাড়ি আসবে ৷
অভিজিৎবাবুর মা নির্মলা বন্দ্যোপাধ্যায় বলেন, নোবেল পাওয়ার পর থেকেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তাকে স্বাগত জানানোর জন্য ৷ ওর বাবা যদি জীবিত থাকতেন তাহলে খুব খুশি হতেন ৷ ওর জন্য অপেক্ষা করছি ৷ আমরা এখনও ওর নোবেল প্রাপ্তির আনন্দ উদযাপন করিনি ৷ আগে ও বাড়িতে আসুক ৷ তারপর করব ৷
Be the first to comment