নোবেলজয়ের পর এবার তাঁর ঘরে ফেরার পালা। তাঁকে অভ্যর্থনা জানাতে মুখিয়ে রয়েছে কলকাতা। মঙ্গলবারই দেশে ফিরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরেই সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে আসার কথা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। মহানগরে নোবেলজয়ী অভিজিৎকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দর থেকে বালিগঞ্জ সার্কুলার রোডে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত রাস্তার দু’ধারে ব্যানার ও এলডিতে লেখা থাকবে “বাংলা আপনাকে নিয়ে গর্বিত”।
এদিকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ও। আদরের ছেলের যত্নআত্তির সবরকম বন্দোবস্ত সেরে রাখছেন তিনি। পোনা মাছের কালিয়া থেকে মটন কাবাব, বহুদিন বাদে নিজের হাতে রেঁধে ছেলেকে খাওয়াতে মুখিয়ে রয়েছেন মা। ছেলের জন্য কী কী রাঁধছেন মা নির্মলা বন্দ্যোপাধ্যায়? সংবাদমাধ্যমকে নোবেলজয়ীর মা বলেন, ও সবই খেতে ভালবাসে। মাছ খেতে ভালবাসে। কলকাতার মাছটা ভালবাসে। মাছের সঙ্গে মেনুতে আর কী কী থাকছে? জবাবে নির্মলাদেবী জানালেন, মটন কাবাব বানাচ্ছি। পায়েস করব ভাবছি। আর থাকবে রসগোল্লা। এই আপাতত ভেবেছি।
অন্যদিকে, আজ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা সূত্রে খবর, নোবেলজয়ীকে নাগরিক সম্বর্ধনা দেওয়ার প্রস্তুতি শুরু করলেও সময়ের স্বল্পতার দরুণ এখনকার মতো তা সম্ভব হচ্ছে না। শিলিগুড়ি সফরের কারণে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিজের হাতে বরণ করতে না পারলেও শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মমতা বলেন, কখনও কখনও কেউ বিদ্রুপ করে বলে বাংলায় নাকি আর বিজ্ঞানী হয়নি। বলার তিন দিনের মাথায় নোবেল প্রাইজ পেয়ে গেল বাংলা। এরপর গানের সুরে মুখ্যমন্ত্রী বলেন, এত নোবেল কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সে যে সকল দেশের রানি সে যে আমার বঙ্গভূমি।
Be the first to comment