কোরোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার । মানুষকে সচেতন করতে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরিদর্শন করেছেন একাঝিক হাসপাতাল । গিয়েছেন একাধিক বাজারেও । এবার কোরোনা নিয়ে সচেতনতামূলক প্রচারের বিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। শনিবার দীর্ঘক্ষণ দু’জনের মধ্যে কথা হয়। এই বিষয়ে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিজিৎবাবু।
দেশজুড়ে লকডাউন চললেও একাধিক জায়গায় জমায়েতের ছবি ধরা পড়েছে । নির্দেশিকা উপেক্ষা করে দোকান-বাজারে ভিড় করছেন অনেকেই । তাই এই সময় সচেতনতামূলক প্রচার জরুরি বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ।
এই নিয়েই গতকাল অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ টেলিফোনে কথা বলেন তিনি । জানা গেছে, রাজ্য সরকার যে সচেতনতামূলক বার্তা দিতে চাইছে তার প্রচার করবেন অভিজিৎ বাবু । তাঁর সঙ্গে প্রচারে সামিল হবেন তাঁর স্ত্রী নোবেলজয়ী এস্টার ডুফলোও।
Be the first to comment