করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ্যের প্রথম সারির ক্যানসার চিকিৎসক, ডক্টর অভিজিৎ বসু। জানা গিয়েছে, আর জি কর হাসপাতালে বছর সত্তরের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক দু’সপ্তাহ ধরে ভর্তি ছিলেন পিয়ারলেস হাসপাতালে। অবশেষে শনিবার রাতে হার মানল চিকিৎসকদের সমস্ত চেষ্টা। চলে গেলেন এ রাজ্যের আধুনিক ক্যানসার চিকিৎসার অন্যতম পথিকৃৎ, বর্ষীয়ান মানুষটি।
সূত্রের খবর, নীলরতন সরকার মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র অভিজিৎ বসু ১৯৬৭ সালে পাশ করেছিলেন। তাঁর পরিবার ও সহকর্মীদের কথায়, কেবল নিজের বিষয়ে নয়, চিকিৎসার বাইরেও অন্যান্য নানা বিষয়ে অগাধ পাণ্ডিত্য ছিল সদাহাস্যময় মানুষটির। সমসাময়িক সমস্ত বিষয়ে যথাযথ ওয়াকিবহাল থাকতেন। নাটক, অভিনয়, নির্দেশনা– আরও কত কিছুর সঙ্গে জড়িত ছিলেন!
অভিজিৎবাবুর পাশাপাশি তাঁর পরিবার, চিকিৎসক সন্তানেরও কোভিড সংক্রমণ হয়। অসুস্থতা বাড়লে অভিজিৎবাবুকে ভর্তি করা হয় হাসপাতালে।
Be the first to comment