কসবায় চাকরিহারাদের উপর লাঠিচার্জের প্রতিবাদে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক: বুধবার বিকাশ ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কীভাবে যোগ্য-অযোগ্য শিক্ষকদের বেছে নেওয়া সম্ভব, তার উপায় জানিয়ে একটি চিঠি ব্রাত্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিতে চেয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। কিন্তু কসবায় বিক্ষোভরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সেই চিঠি ছিঁড়ে ফেলেন তিনি। দেখা করলেন না শিক্ষামন্ত্রীর সঙ্গে।
অভিজিৎ জানিয়েছেন, ‘বিক্ষোভরত চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আমি বিকাশভবনে যাচ্ছি না। কসবায় আন্দোলনরত চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
তবে বিকাশ ভবন না গেলেও এসএসসি দপ্তরে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন অভিজিৎ। সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, ‘এসএসসি চাইলে ওএমআরের মিরর ইমেজ থেকে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে। তবে এসএসসি চেয়ারম্যানের হাত-পা বেঁধে রেখেছেন মুখ্যমন্ত্রী।’
উল্লেখ্য, এদিন সকালে চাকরিহারাদের একাংশ জড়ো হয়েছিলেন কসবায় ডিআই অফিসের সামনে। তাঁরা যাতে ভেতরে প্রবেশ করতে না পারেন, সেইজন্য আগে থেকেই ব্যবস্থা করেছিল পুলিশ। ব্যারিকেডের পাশাপাশি ডিআই অফিসের গেটে তালা লাগানো ছিল। কিন্তু বেলা গড়াতে ওই তালা ভেঙে দপ্তরের ভেতরে ঢুকে পড়েন ‘চাকরিহারারা।’ তাঁদের লাঠিচার্চ করে পুলিশ। এরই প্রতিবাদে চিঠি ছিঁড়ে ফেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*