কলকাতায় এলেন নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিমানবন্দরে স্বাগত জানালেন ফিরহাদ হাকিম

Spread the love

শঙ্খ ও উলুধ্বনি দিয়ে বরণ করে নেওয়া হল ঘরের ছেলে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। সেজে উঠেছিলো মহানগর। ঘড়িতে তখন সন্ধ্যে সাতটা ৷ বিমানবন্দরের মূল ফটক দিয়ে বেরিয়ে এলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ বন্দরের বাইরে তখন শয়ে শয়ে মানুষের জমায়েত ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু ৷

বিমান বন্দরেই দুই মন্ত্রীর সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলে বালিগঞ্জের বাড়ির পথে রওনা দেন নোবেলজয়ী ৷ বিমানবন্দরের বাইরে তখন অভিজিতের নামে জয়ধ্বনি ৷ নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে বিমান বন্দর থেকে নিজের গাড়িতে বড়ির পথে রওনা দেন অভিজিৎ ৷ বাড়িতে তাঁকে শঙ্খ ও উলুধ্বনি দিয়ে বরণ করা হয় ৷ এদিন রাত ৮টা ৩০ মিনিট নাগাদ বাড়িতে যান অভিজিৎ ৷ পাড়ার নোবেলজয়ী ছেলেকে দেখার জন্য সপ্তপর্ণী অ্যাপার্টমেন্টের বাইরে তখন উপচে পড়া ভিড় ৷

উল্লেখ্য, এদিনই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মহানগরে নোবেলজয়ী অভিজিৎকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দর থেকে বালিগঞ্জ সার্কুলার রোডে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত রাস্তার দু’ধারে ব্যানার ও এলইডিতে লেখা রয়েছে “বাংলা আপনাকে নিয়ে গর্বিত”।

দেখুন ভিডিও!

দেখুন ছবি-


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*