ফের নোবেল বাঙালীর হাতে, অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

NEW DELHI, INDIA - JANUARY 15: (Editor’s Note: This is an exclusive shoot of Hindustan Times) Indian Economist and currently Ford Foundation International Professor of Economics at the Massachusetts Institute of Technology, Abhijit Banerjee during an interview on January 15, 2016 in New Delhi, India. (Photo by Saumya Khandelwal/Hindustan Times via Getty Images)
Spread the love

নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অর্থনীতিতে নোবেল পেলেন তিনি। অমর্ত্য সেনের পর এনিই দ্বিতীয় বাঙালি, যিনি অর্থনীতিতে নোবেল পেলেন। তাঁর নোবেল পাওয়ার খবরে গৌরবান্বিত বাংলা তথা দেশ।

আদ্যপান্ত বাঙালি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কর্মক্ষেত্র ছিল অ্যামেরিকা। বহু বছর তিনি সেখানে ছিলেন। প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী অভিজিৎবাবু বিশ্ব জুড়ে দারিদ্র্য দূরীকরণ নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ নোবেল পেলেন। এস্থার ডাফলো, মিকেল ক্রোমারের সঙ্গে নোবেল পেয়েছেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ী এস্থার ডাফলো সম্পর্কে তাঁর স্ত্রী। এই মুহূর্তে দুজনেই ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজিতে অধ্যাপনা করছেন। আরেক নোবেলজয়ী ক্রেমার যুক্ত রয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে।

৫৮ বছরের অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্কুল জীবন কেটেছে কলকাতাতেই। সাউথ পয়েন্ট স্কুল থেকে পাশ করে অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু। ১৯৮১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন অধ্যাপক বন্দ্যোপাধ্যায়। ১৯৮৩ সালে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। ১৯৮৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাবা দীপক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন প্রেসিডেন্সি কলেজের অর্থনীতির কিংবদন্তি অধ্যাপক।

উল্লেখ্য, ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন অমর্ত্য সেন। তারপর ফের নোবেল পেলেন তাঁরই ছাত্র অভিজিৎ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*