বীরচক্র পাচ্ছেন অভিনন্দন বর্তমান

Spread the love

বীরচক্র পাচ্ছেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। বৃহস্পতিবার তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে। এছাড়াও বায়ুসেনার স্কোয়্যাড্রন লিডার মিন্তি আগরওয়াল পাচ্ছেন যুদ্ধসেবা মেডেল।

পুলওয়ামায় জঙ্গি হামলার পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায়। পরেরদিন পাকিস্তান বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকে। পাকিস্তানের যুদ্ধ বিমানগুলিকে তাড়া করে ভারতীয় বায়ুসেনার বিমান। পাকিস্তানের একটি এফ -১৬ বিমানকে তাড়া করতে করতে নিয়ন্ত্রণ রেখার ওপারে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি মিগ -২১ বাইসন। সেই বিমানটি ছিল উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের হাতে। R-৭৩ মিসাইলের সাহায্যে এফ -১৬ বিমানকে ধ্বংস করে দেন অভিনন্দন। তবে অভিনন্দনের বিমানও পাকিস্তানের ছোড়া AMRAAM মিসাইলে ধ্বংস হয়ে যায়। প্রাণে বেঁচে গেলেও এরপর তাঁকে বন্দী করে পাকিস্তান সেনা। তিনদিন পর ১ মার্চ ভারতে ফেরেন তিনি।

পাকিস্তানের মাটিতে বন্দী হয়েও বীরত্বের পরিচয় দেওয়ার জন্য বীরচক্রে ভূষিত করা হচ্ছে অভিনন্দনকে। যুদ্ধকালীন পরিস্থিতিতে বীরত্বের জন্য পাওয়া তৃতীয় সর্বোচ্চ সম্মান হল বীরচক্র ৷ আর মহাবীর চক্র দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ৷ পরমবীর চক্র হল যুদ্ধকালীন পরিস্থিতিতে বীরত্বের জন্য পাওয়া সর্বোচ্চ সম্মান।

জম্মু ও কাশ্মীরে একটি অভিযানে দুর্দান্ত ভূমিকার জন্য কীর্তিচক্রে (মরণোত্তর) ভূষিত করা হবে প্রকাশ যাদবকে । তিনি রাষ্টীয় রাইফেলসে ছিলেন । অন্যদিকে আগামীকাল আটজন জওয়ান শৌর্যচক্র সম্মান পাবেন । তাঁদের মধ্যে পাঁচজন মরণোত্তর সম্মান পাচ্ছেন ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*