“দয়া করে কংগ্রেসকে ভোট দিন, উন্নয়ন তাদের হাত ধরেই আসবে”; ভোটের প্রচারে বললেন মোদী

Spread the love
মিত্রোঁ… আচ্ছে দিন নেহি আয়েঙ্গে। এই কথা বলেই ভোটের প্রচার করছেন প্রধানমন্ত্রী মোদী। প্রশ্ন তুলছেন তাঁরই দেওয়া পূর্ব প্রতিশ্রুতি, ১৫ লক্ষ টাকা ফেরার প্রসঙ্গ নিয়ে। জনে জনে মানুষকে বলছেন, “দয়া করে কংগ্রেসকে ভোট দিন, উন্নয়ন তাদের হাত ধরেই আসবে।” প্রধানমন্ত্রী নিজে পথে নেমে এমন উল্টো কথা প্রচার করছেন কেন! একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায়, ইনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন। অথচ হাঁটাচলা, কথাবার্তা থেকে শুরু করে গোটা মানুষটার মধ্যে রয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে এক তীব্র মিল! তিনি ছত্তীসগড় বিধানসভা নির্বাচনের কংগ্রেস কর্মী অভিনন্দন পাঠক।
আগে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ দলের উত্তরপ্রদেশ শাখার সহ-সভাপতি ছিলেন অভিনন্দন পাঠক। এখন আর ওই পদে নেই তিনি। অক্টোবর মাসে উত্তরপ্রদেশ কংগ্রেসে নাম লিখিয়েছেন অভিনন্দন। কিন্তু, কেন? পাঠক জানিয়েছেন, “মোদীর মতো দেখতে বলে মানুষ আমাকে দেখলেই প্রশ্ন করত, ‘আচ্ছে দিন কোথায়?’ ২০১৪ লোকসভা নির্বাচনের আগে মোদী নিজেই এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, সাধারণ মানুষের দুর্দশা দেখে আমার মন খুব খারাপ হয়ে যেত। আর সে জন্যই বিজেপি জোট ছেড়ে আমি কংগ্রেসে যোগ দিই।”
সাহারানপুরের বাসিন্দা অভিনন্দন পাঠক তার পর থেকেই জগদলপুর, দান্তেওয়াড়া, কোন্দাগাঁও, বস্তার বিভিন্ন এলাকাতে কংগ্রেসের হয়ে প্রচার পর্ব শুরু করে দিয়েছেন৷ আর এই প্রচারেই তিনি মোদীকে নিশানা করে জনগণের ক্ষোভের কথা তুলে ধরেন৷ এমনকী মোদী যে ১৫ লক্ষের প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি সেই নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি৷
এর মধ্যে আজ, শুক্রবারই বিধানসভা ভোটের প্রচারে ছত্তীসগঢ়ে যাওয়ার কথা মোদীর। কিন্তু অভিনন্দন পাঠক তার আগে থেকেই শুরু করে দিয়েছেন প্রচার। মাওবাদী অধ্যুষিত বস্তার-দন্তেওয়াড়ার বাজার, পথের মোড়ে  জমে উঠেছে তাঁর সভা। স্থানীয় কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে ভাষণ শুরু করছেন ‘মিত্রোঁ’ বলে। তবে মোদীর ঢঙেই বলা পাঠকের প্রতিটি কথাই প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ। বলছেন, ‘‘মিত্রোঁ, আমি এখানে এসেছি সত্যি কথাটা জানাতে। ‘আচ্ছে দিন’ আর আসবে না। ও সব নিয়ে ভুল প্রতিশ্রুতি দিয়েছিলাম। আপনারা দেশের উন্নতি ঘটাতে বরং কংগ্রেসকেই ভোট দিন।’’
২০১৪ সালে গত লোকসভা নির্বাচনের সময়ে অবশ্য ছবিটা উল্টো ছিল। তখ মোদীকে জেতানোর জন্যই প্রচার করেছিলেন পাঠক। তবে এখন তিনি বলছেন, ‘‘মানুষের দুর্দশা দেখে বিজেপির জন্য প্রচার ছেড়েছি। গত মাসেই যোগ দিয়েছি কংগ্রেসে।’’ কংগ্রেসে যোগ দেওয়ার পরই ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন অভিনন্দন পাঠক। মূলত জগদলপুর, দান্তেওয়াড়া, কোন্দাগাঁও এবং বাস্তার এলাকায় প্রচার করছেন পাঠক। প্রচারে নেমে পাঠক সব সময় নিশানা করছেন স্বয়ং মোদীকে। মোদীর বাচনভঙ্গি নকল করে আচ্ছে দিন এবং প্রত্যেক ভারতীয়র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিকে বিঁধছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*