বৃহস্পতিবার পাক পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খান বন্দি অভিনন্দন বর্তমান নামে পাইলটকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই পদক্ষেপ। ইমরানের এই ঘোষণাকে টেবিল বাজিয়ে স্বাগত জানান পাক আইনপ্রনেতারা।
আগামীকাল বন্দি ভারতীয় পাইলটকে মুক্তি দিচ্ছে পাকিস্তান এমনটাই জানিয়েছে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বক্তব্যে। তিনি আরোও জানান ভারতীয় বৈমানিককে তাঁরা ফিরিয়ে দেওয়ার বিষয়টি ভেবে দেখতে আগ্রহী, যদি তাতে চলতি উত্তেজনা প্রশমনের রাস্তা খুলে যায়। পাশাপাশি পুলওয়ামা সন্ত্রাস নিয়ে ভারতের দেওয়া তথ্যপঞ্জি খতিয়ে দেখার আশ্বাসও দেন কুরেশি।
Be the first to comment