শনিবার অভিষেক মনু সিংভিকে কালো পতাকা দেখালো যুব কংগ্রেস। এদিন কলকাতার টলি ক্লাবে বিক্ষোভের মুখে পড়েন সিংভি। জানে গিয়েছে, যারা কালো পতাকা দেখাতে গিয়েছিলো তাদের পরে গ্রেফতার করে পুলিশ। কংগ্রেস কর্মীরা জানায়, মনোনয়ন জমা দিতে গিয়ে আক্রান্ত হলে পুলিশ চুপ, অথচ সেই পুলিশই সিংভির মান বাঁচাতে এতটা তৎপর কেন?
প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সমর্থনে রাজ্যসভা নির্বাচনে বাংলার কংগ্রেস দলের হয়ে ভোটে জিতেছেন তিনি। জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পরামর্শ মতো এগিয়েছিলেন তিনি। কিন্তু শনিবারের কলকাতার এই ঘটনা সমস্ত রাজনৈতিক সমীকরণই বদলে দিলো বলে মনে করা হচ্ছে। জাতীয় কংগ্রেস ও রাজ্য কংগ্রেসের মধ্যে তাহলে কী কোনও মিসিং লিঙ্ক আছে? উঠছে প্রশ্ন।
যদিও এখনও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ঘটনা সম্পর্কে মুখ খোলেন নি। তবে তিনি এখন কী প্রতিক্রিয়া দেন সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Be the first to comment