দিল্লির সংস্কারে কেন ২০ হাজার কোটি বরাদ্দ, কেন্দ্রকে নিশানা করলেন অভিষেক

Spread the love

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের সঙ্গে তৃণমূলের সংঘাতের আবহের মধ্যেই মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ল্যুটিয়েন দিল্লির সংস্কারে কেন্দ্রের কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ করা নিয়েই বিজেপি-র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে টুইটারে আক্রমণ করেছেন অভিষেক৷ তাঁর দাবি, ওই অর্থে অন্তত ছ’ মাস ধরে দেশের প্রায় দু’ কোটি মানুষকে পেট ভরে খাওয়ানো যেত ৷

লকডাউন শুরু হওয়ার ঠিক আগেই লুটিয়েন দিল্লির সংস্কারে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার৷ লুটিয়েন দিল্লির ৮৬ একর জুড়ে থাকা প্রধানমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক সহ বিভিন্ন অভিজাত ভবনগুলি সংস্কার করা হবে জানা গিয়েছে৷ কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠেছিল৷

এবার দেশে লকডাউনের মধ্যে বিপুল অর্থ ব্যয়ে লুটিয়েন দিল্লির সংস্কার কাজ নিয়েই প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ৷ টুইটারে তিনি লিখেছেন, ‘লুটিয়েন দিল্লির সংস্কারে কেন্দ্রীয় সরকার করদাতার ২০ হাজার তোটি টাকা ঢালছে৷ তিরিশ টাকা করে একবার খাওয়ালে এই টাকা দিয়েই ছ’ মাস ধরে দেশের ১ কোটি ৮৫ লক্ষ মানুষকে দু’ বেলা খাবার তুলে দেওয়া সম্ভব হতো৷ এর একমাত্র ব্যাখ্যা হলো ওঁরা সংস্কার করা চেম্বারে বিচ্ছিন্ন হয়ে থাকতে চান৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*