রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের সঙ্গে তৃণমূলের সংঘাতের আবহের মধ্যেই মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ল্যুটিয়েন দিল্লির সংস্কারে কেন্দ্রের কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ করা নিয়েই বিজেপি-র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে টুইটারে আক্রমণ করেছেন অভিষেক৷ তাঁর দাবি, ওই অর্থে অন্তত ছ’ মাস ধরে দেশের প্রায় দু’ কোটি মানুষকে পেট ভরে খাওয়ানো যেত ৷
লকডাউন শুরু হওয়ার ঠিক আগেই লুটিয়েন দিল্লির সংস্কারে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার৷ লুটিয়েন দিল্লির ৮৬ একর জুড়ে থাকা প্রধানমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক সহ বিভিন্ন অভিজাত ভবনগুলি সংস্কার করা হবে জানা গিয়েছে৷ কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠেছিল৷
এবার দেশে লকডাউনের মধ্যে বিপুল অর্থ ব্যয়ে লুটিয়েন দিল্লির সংস্কার কাজ নিয়েই প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ৷ টুইটারে তিনি লিখেছেন, ‘লুটিয়েন দিল্লির সংস্কারে কেন্দ্রীয় সরকার করদাতার ২০ হাজার তোটি টাকা ঢালছে৷ তিরিশ টাকা করে একবার খাওয়ালে এই টাকা দিয়েই ছ’ মাস ধরে দেশের ১ কোটি ৮৫ লক্ষ মানুষকে দু’ বেলা খাবার তুলে দেওয়া সম্ভব হতো৷ এর একমাত্র ব্যাখ্যা হলো ওঁরা সংস্কার করা চেম্বারে বিচ্ছিন্ন হয়ে থাকতে চান৷’
Be the first to comment