ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন নিয়েও এবার তৃণমূল-বিজেপি সংঘাত লাগল। বুধবার বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ট্যুইটের পরপরই পালটা আসরে নামেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দেন অমিত শাহের কলকাতার র্যালি থেকে শুরু হওয়া গণ্ডগোল এবং তারই মধ্যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়টি। ফলে প্রয়াণদিবসেও বিদ্যাসাগর হয়ে উঠেছেন রীতিমতো বঙ্গ রাজনীতির আলোচনার বিষয়বস্তু।
বুধবার অমিত শাহ ট্যুইটে লেখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণদিবসে আমার শ্রদ্ধা। তিনি ছিলেন বাংলার নবজাগরণের পথিকৃৎ ও সমাজ সংস্কারক, যিনি নারী শক্তির উত্থানের জন্যে অনেক বড় আকারে কাজ করেছিলেন। তাঁর চেষ্টাতেই সমাজের অনেক কালো দিক মুছে গিয়েছিল। তিনি বিধবা বিবাহ আইন প্রণয়ন করেন।
অমিত শাহের এই ট্যুইটের পরই আসরে নামেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের ট্যুইট রিট্যুইট করে অভিষেক লেখেন, বিদ্যাসাগর ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। বিদ্যাসাগর ছিলেন ধর্মনিরপেক্ষ, মুক্ত চিন্তাভাবনার প্রতিমূর্তি। এরপরই অমিত শাহকে কটাক্ষ করে তিনি তুলে আনেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ। অমিত শাহের এই শ্রদ্ধা প্রদর্শনকে ‘নোংরা দেখনদারি’ বলে আক্রমণ করেন অভিষেক।
Be the first to comment