ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে আটকানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। গাড়িতে লাঠি মারা হয়। বিজেপির বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা। অভিষেকের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে বলে অভিযোগ। তিনি নিজেও টুইট করেছেন সেই ছবি।
ইতিমধ্যেই ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। স্লোগান-পালটা স্লোগানে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা। মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মন্দির চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘ত্রিপুরার মানুষ বিচার করবেন।’
উল্লেখ্য, ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে চড়িলাং এলাকায় প্রথমে আটকানো হয় অভিষেকের কনভয়। রাস্তায় পোস্টার হাতে বসে পড়ে স্কুলপড়ুয়ারা। ওঠে ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় গো ব্য়াক’ স্লোগান। দেখানো হয় কালো পতাকাও। অভিষেক নিজে গাড়ি থেকে নেমে কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। তারপর তাঁর রাস্তা ছেড়ে দেওয়া হয়।
অভিষেক বন্দ্যাপাধ্যায়ের ত্রিপুরা সফরে চরম উত্তেজনা। যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের উপর হামলার অভিযোগ। পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা ও হাতাহাতির জেরে উত্তপ্ত হয়ে উঠেছে আগরতলা বাজার এলাকা। পুলিশের বিরুদ্ধে তাঁকে গলা ধাক্কা দেওয়ার অভিযোগ তুলেছেন দেবাংশু।
Be the first to comment