ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কটাক্ষ করলেন অভিষেক, জানালেন ত্রিপুরার মানুষ এর বিচার করবেন

Spread the love

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ত্রিপুরায় তৃণমূলের কর্মসূচি শুরু করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু, তার আগে দফায় দফায় তাঁকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

এমনকী লাঠি দিয়ে তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। অভিযোগের তির বিজেপি কর্মী-সমর্থকরা দিকে। আর এই হামলা নিয়েও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কটাক্ষ করলেন অভিষেক। তিনি বলেন, ‘ত্রিপুরার মানুষ এর বিচার করবেন।

দিল্লির বিজেপি নেতারা বাংলায় গিয়ে বলেন, গণতন্ত্র বাঁচাও। এদিকে ত্রিপুরার গণতন্ত্রের নমুনা দেখুন আগে। কিছুদিন আগেই এই রাজ্য থেকে ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল, অতিথি দেব ভব। এই তার নমুনা!’

শুধু তাই নয়, এরপর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ট্যাগ করে ঘটনার ভিডিয়ো টুইট করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি লিখেন, বিজেপির শাসনে ত্রিপুরার গণতন্ত্র! রাজ্যকে নয়া উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ বিপ্লব দেব।’ স্কুল বন্ধ থাকা সত্বেও কিছু স্কুলপড়ুয়ারা জাতীয় সড়কে বসে অবস্থান করছিল। অভিষেক তাদের সঙ্গে কথা বলে কয়েক মুহূর্তে সেই অবস্থান তুলে দেন। এ প্রসঙ্গে তিনি নিজে জানান, সেখানে বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন। অভিষেকের অভিযোগ, পরিকল্পনা করে পড়ুয়াদের দিয়ে রাস্তায় বাধা সৃষ্টি করেছে বিজেপি। মন্ত্রোচারণ করে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর পাশাপাশি শিব মন্দিরে পুজো দেন তিনি।

এদিন সংসদেও তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ইস্যুটি তোলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জবাব চাইলেন ডেরেক ও’ব্রায়েন।
অভিষেক বন্দ্যাপাধ্যায়ের ত্রিপুরা সফরে চরম উত্তেজনা। যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের উপর হামলার অভিযোগ। পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা ও হাতাহাতির জেরে উত্তপ্ত হয়ে উঠেছে আগরতলা বাজার এলাকা। পুলিশের বিরুদ্ধে তাঁকে গলা ধাক্কা দেওয়ার অভিযোগ তুলেছেন দেবাংশু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*