অমিতাভের পর এবার করোনা পজিটিভ অভিষেক বচ্চনও

Spread the love

বাবার পর এবার ছেলেরও করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর পাওয়া গেল। কোভিড ১৯-এ আক্রান্ত অভিষেক বচ্চনও।

বাবা অমিতাভের মতোই ট্যুইটারে তিনি করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আজ সকালেই বাবা ও আমি করোনা আক্রান্ত হয়েছি। আমাদের দুজনেরই করোনার হালকা উপসর্গ রয়েছে। আমাদের হাসপাতালে ভরতি করা হয়েছে। আমরা পরিবার ও বাড়ির কর্মীদের করোনা পরীক্ষার কথা জানিয়েছি। সবাইকে অনুরোধ করব শান্ত থাকবে, ভয় পাবেন না। ধন্যবাদ।’

শনিবার রাতে মুম্বইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় বাবা ছেলেকে। করোনা আক্রান্ত জানার পরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। জুহুতে অমিতাভের বাড়ি থেকে সবচেয়ে কাছেই এই নানাবতী হাসপাতাল। সেখানেই ভরতি করা হয়েছে ৭৭ বছরের অভিনেতাকে। নানাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, করোনার লক্ষণ রয়েছে অমিতাভের শরীরে। তিনি শেষ বেশ কিছুদিন ধরেই আইসোলেশনে ছিলেন। এর পর শনিবার হাসপাতালে ভরতি করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ বলেছেন, ‘অমিতাভের শরীরে করোনার লক্ষণ নেই, তিনি আপাতত স্থিতিশীল।’

অমিতাভই নিজের ট্যুইটে জানিয়েছেন যে, বাড়ির কর্মী ও পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার ব্যবস্থা করার কথা। অন্যদিকে, লকডাউন শুরু হওয়ার পর থেকে বাড়িতেই ছিলেন অমিতাভ। তবে আনলকের প্রথম পর্ব থেকেই অভিষেককে মুম্বইয়ের একটি ডাবিং স্টুডিয়োতে বেশ কয়েকবার দেখা গিয়েছে।

কাজের দিক থেকে সম্প্রতি ডিজিটাল দুনিয়ায় পা রেখেছেন অভিষেক বচ্চন। গত ১০ জুলাই অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে তাঁর নতুন ও প্রথম রহস্য রোমাঞ্চ ওয়েব সিরিজ ‘ব্রিদ: ইনটু দি শ্যাডোজ’। ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার পর থেকেই দারুণ সাড়া ফেলেছে গল্পটি। অভিষেককে এ ভাবে নতুন রূপে পেয়েও উচ্ছ্বসতি দর্শক। ডিজিটাল অভিষেক নিয়ে জুনিয়ারের প্রশংসা করেছেন স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনও। অন্যদিকে, এই ওয়েব সিরিজের কলাকুশলীদের সঙ্গে কাজ করতে পেরে দারুণ খুশি অভিষেক নিজেই। বিগ বুল নামের আরেকটি ছবিও ডিজিটাল মুক্তির অপেক্ষায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*