বাবা-মায়ের জুতোয় আগেই পা গলিয়েছেন, এবার রাজনীতিতেও পা রাখতে চলেছেন অভিষেক বচ্চন। মায়ের মতো সমাজবাদী পার্টিতেই না কি যোগ দিচ্ছে জুনিয়ার বচ্চন। উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচনেই প্রার্থী হতে পারেন অভিষেক-সূত্রের খবর সেটাই।
‘সরকারে’র পরে ছোটে সরকার। যেন ছবির গল্পই নামছে বাস্তবে। রূপালি পর্দার রাজনৈতিক নেতা নন, একেবারে নির্বাচনে লড়ে জিততে চাইছেন অভিষেক বচ্চন। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছেন অমিতাভ-পুত্র। তাঁর মা জয়া বচ্চনই ওই দলেরই রাজ্যসভার সাংসদ। এমনকী সামনের নির্বাচনে এলাহাবাদ কেন্দ্র থেকে অভিষেককে প্রার্থী করা হবে বলেও স্থানীয় সংবাদপত্র সূত্রে খবর। তবে, সমাজবাদী পার্টির তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অভিষেক নিজেও কিছু জানাননি। তবে, বি-টাউনে কান পাতলেই এই খবর শোনা যাচ্ছে।
এই এলাহাবাদ থেকেই জীববনে প্রথম ভোটে লড়ে জয়ী হয়েছিলেন বিগ-বি। সালটা ১৯৮৪। ৬৮ শতাংশেরও বেশি ভোট পেয়ে লোকসভা সাংসদ হন তিনি। দীর্ঘদিনের পারিবারিক বন্ধু রাজীব গান্ধীর প্রস্তাবে রাজি হয়েই এই সিদ্ধান্ত নেন অমিতাভ বচ্চন। তবে, রাজনীতিতে দ্রুত মধুচন্দ্রিমা শেষ হয় অমিতাভের। ১৯৮৭-র জুলাই মাসে বোফর্স কেলেঙ্কারিতে রাজীব গান্ধীর নাম জড়ানোয় ইস্তফা দেন সিনিয়র বচ্চন। তবে, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত জয়া বচ্চন। কংগ্রেস নয়, বরং পারিবারিক বন্ধু অমর সিংয়ের অনুরোধে সমাজবাদী পার্টিতে যোগ দেন তিনি। ২০০৪-এ প্রথম সমাজবাদী পার্টি থেকে রাজ্যসভায় যান জয়া। ২০১৮ সালে সপা থেকে চতুর্থবার সাংসদ নির্বাচিত হন তিনি। রাজ্যসভায় সুবক্তা হিসেবে পরিচিত আছে জয়ার। প্রায় প্রত্যক অধিবেশনেই তাঁর উপস্থিতি চোখে পড়ে। এখন অভিষেক রাজনীতিতে এলে মাঝপথে ছেড়ে দেন, না কি মায়ের মতো মাটি কামড়ে পড়ে থাকেন তার জবাব দেওয়ার জন্য ‘গুরু’ আওয়াজ বাঁচিয়ে রেখেছেন।
Be the first to comment