আজ কোচবিহারে দুটি নির্বাচনী সভা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমটি শীতলকুচির গোঁসায়ের হাট হাই স্কুল মাঠে এবং দ্বিতীয়টি তুফাঙ্গঞ্জের তুফাঙ্গঞ্জ স্টেডিয়ামে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের কর্মীরা সারা বছর মানুষের পাশে থাকে। আপনাদের সকল সমস্যায় তৃণমূল কর্মীরা আপনাদের সাহায্য করে।
আমাদের মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছেন, তা রেখেছেন। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝকঝকে রাস্তা, নলবাহীত পানীয় জল, আইটিআই, পলিটেকনিক, স্কুল মাদ্রাসা তৈরী করেছেন। জমির পাট্টাও পৌঁছে দিয়েছেন।
তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তোমরা আমাকে ৪২ শে ৪২ দাও আমি তোমাদের ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ দেব। আর বিজেপি কোচবিহার বাসীকে লাঞ্ছিত, শোষিত করে রেখেছে। ছিটমহল বাসীদের প্রতি বিজেপির এই উদাসীন অবস্থান কেন? এখনও কোচবিহার নিয়ে তাদের অবস্থান স্পষ্ট নয়। এই জেলার বাসিন্দারা যখন বিপন্ন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এখানে কেউ তাদের দেখতে আসেননি। এই লড়াই সাম্প্রদায়িক মোদী এবং দিদির লড়াই। ভোটটা দিচ্ছেন বাংলার সম্মান, বাংলার কৃষ্টি, বাংলার মর্যাদা, বাংলার অহঙ্কার, বাংলার ঐতিহ্য রক্ষা করার স্বার্থে। তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন।
Be the first to comment