তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুয়ো নথি পেশের অভিযোগে সমন জারি করলো দিল্লির এক আদালত। মঙ্গলবার এই নির্দেশ জারি করা হয়েছে। অভিষেককে ৭ সেপ্টেম্বরের আগে কোর্টে হাজির থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, ভুয়ো ডিগ্রি মামলায় আগেই অভিষেককে আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু স্ত্রী সন্তানসম্ভবা, অসুস্থ এই যুক্তিতে সময় চান সাংসদ। এরপরই আদালত নির্দেশ দেয় ৭ সেপ্টেম্বরের আগে এ বিষয়ে প্রয়োজনীয় নথি পেশ করার জন্য এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় নথিও পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। ২০১৪ ও ২০১৯ পর পর দু’টি লোকসভা নির্বাচনে অংশ নেওয়ার আগে কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন সাংসদ। অভিযোগ এমনটাই। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আদালত নোটিশ পাঠায় সাংসদকে। যদিও অভিষেকের আইনজীবীর দাবি, এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।
Be the first to comment