দলের যুব শাখায় চল্লিশোর্ধ্বদের জায়গা নেই, নতুন কমিটি গড়ার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

যুব তৃণমূল কংগ্রেসে চল্লিশের ঊর্ধ্বে জেলা কমিটিতে আর কাউকে রাখা হবে না। এমনই নির্দেশ দিলেন সংগঠনের সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার যুব সংগঠনের নব নির্বাচিত সদস্যদের নিয়ে ভিডিও কনফারেন্সে অভিষেক জানিয়েছেন অল্প বয়সী যুবক-যুবতীদের রাজনীতিতে আসার সুযোগ করে দিতে হবে। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, জেলা কমিটিতে ৪০ বছরের ঊর্ধ্বে কাউকে রাখা যাবে না। অঞ্চল পর্যন্ত যে কমিটিগুলি ছিল তা ভেঙে দেওয়া হয়েছে। গঠিত হবে নয়া কমিটি। ১০ আগস্টের মধ্যে জেলায় এই কমিটি গঠনের কাজ শেষ করে ফেলতে হবে। পরিচিত ও স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এমন যুবক- যুবতীদের নিয়েই কমিটি গঠন করতে হবে।

বৈঠকে এও বলা হয়েছে, তিন মাস অন্তর প্রত্যেকের কাজ নিয়ে পর্যালোচনা করা হবে। টাউন, ব্লক বা অঞ্চলের সভাপতি হিসেবে দুটি করে নামের তালিকা কলকাতায় জমা পড়বে।

সেই ব্যক্তির সম্পর্কে খোঁজখবর করেই রাজ্য থেকে জেলা নেতৃত্বের নাম জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। যুব সংগঠনে যাঁরা দায়িত্ব পেয়েছেন, তাঁদের নতুন উদ্যমে সংগঠনকে শক্তিশালী করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই দলে বড়সড় সাংগঠনিক রদবদল করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব নেতাদের দলের বিভিন্ন কমিটিতে জায়গা করে দিয়েছেন তিনি।

তাঁর রদবদলে স্পষ্ট নবীনদেরই দলে প্রাধান্য দিয়েছেন তৃণমূল নেত্রী। এই নবীন বিগ্রেডে দলে গুরু দায়িত্ব পেয়েছেন, লক্ষ্মীরতন শুক্ল, দুলাল মুর্মু, মহুয়া মৈত্র, পার্থপ্রতিম রায়, শ্যামল সাঁতরা, গুরুপদ টুডুরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*