আজ মহালয়ার সকালে লাইভে অনেক কথা তুলে ধরলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে অনেক কথাই বলেন তিনি।
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর মানবিক এবং অক্লান্ত পরিশ্রমে, আজ বাংলায় তাঁর মস্তিস্কপ্রসূত একাধিক কর্মসূচি বিশ্বের দরবারে একাধিক দেশকে ছাপিয়ে বিশ্ব বন্দিত হয়েছে, সুপ্রতিষ্ঠিত হয়েছে। করোনা বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। এছাড়াও তিনি বলেছেন, ‘তোমার আরাধনায়, কৃপায়, করুণায় মুছে যাক সকল গ্ল্যানি ও শোক। তোমার আশীর্বাদ উদ্ভাসিত হোক মঙ্গলালোক। তিনি বলেন, চারিদিকে যেন কল্লোলিত হোক সত্যের জয়ধ্বনী।’
সবশেষে তিনি বলেন, লড়াই করে বাংলা ঘুরে দাঁড়াবে! অশুভ শক্তির বিনাশ হবে, শুভ শক্তি জিতবে। এই অশুভ শক্তি বলতে তিনি বিজেপিকে বুঝিয়েছেন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর শুভ শক্তি বলতে তিনি তৃণমূল কংগ্রেসকেই বুঝিয়েছেন।
তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমরা তর্পণ করেছি – আমরা অশুভ শক্তির বিনাশ করব। আমরা ২০২১এ জয়ী হবই। অশুভ শক্তি আসলে তৃণমূল – আমরাই (বিজেপি) শুভ শক্তি’। এ বিষয়ে অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমও বলেন, ‘এই অশুভ শক্তির (বিজেপি) বিনাশ হবেই।’
Be the first to comment