বজবজের সভা থেকে বিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বলেন, আমার দিদি কী করেছে আর তোমার মোদি কী করেছে? হোক প্রতিযোগিতা। তৃণমূলে কেউ প্যারাসুটে নামেনি, লিফটেও ওঠেনি। আমি প্যারাসুটেও নামিনি, লিফটেও উঠিনি। লিফটে উঠলে ৩৫টি পদের অধিকারী হতাম। উন্নয়নের নিরিখেও এক নম্বর ডায়মন্ড হারবার। ভোটের নিরিখেও এক নম্বর ডায়মন্ড হারবার। তৃণমূল কংগ্রেস মা। মায়ের সঙ্গে বেইমানি নয়। যদি নিজের স্বার্থ চরিতার্থ করতে কেউ মায়ের সঙ্গে বেইমানি করেন ছেড়ে কথা বলবো না। মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা যে করবে আগামী দিন কড়ায় গন্ডায় জবাব দেবে বাংলা। সিনেমায় একটা কথা আছে বউ গেলে বউ পাওয়া যায় মা গেলে পাওয়া যায় না।
শুনুন!
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি। নির্বাচনের লড়াই করতে জানে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কর্মীরা সবরকমের লড়াইয়ের জন্য প্রস্তুত। পাশাপাশি বিজেপিকে একহাত নিয়ে অভিষেক বলেন, অনেক বড় বড় হঙ্কার দিয়েছিল। একটাও প্রতিশ্রুতি পালন করেনি। বিজেপির ছোটো, বড় নেতারা একটাই কথা বলে – ভাইপোনাম নিয়ে বলার সাহস নেইবুকের পাটা থাকলে অভিষেক ব্যানার্জির নাম নিয়ে দেখান।
তিনি আরও বলেন, ভাববাচ্যে কথা বলে লাভ নেই। দিলীপ ঘোষ গুন্ডা মাফিয়া। সুনীল দেওধর বহিরাগত। কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। আমি সবার নাম নিয়ে বলছি, ওরা বহিরাগত। ক্ষমতা থাকলে আইনি পথে যাক কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীরও নেই।
Be the first to comment