অমিত শাহের পালটা সভা করতে এবার ঠাকুরনগরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আগামী ২৫ ফেব্রুয়ারি ঠাকুরনগর হাইস্কুল মাঠে ওই সভা হবে । সেখানে অভিষেক ছাড়াও থাকবেন রাজ্যের একঝাঁক নেতা-মন্ত্রী ।
১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরের ঠাকুরবাড়ির পাশের মাঠে সভা করেন অমিত শাহ। সেদিন তিনি মতুয়াদের নাগরিকত্বের আশ্বাসের পাশাপাশি একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন। যেমন ঠাকুরনগর স্টেশনের নাম শ্রীধাম ঠাকুরনগর করা হবে। রাজ্যে করা হবে মতুয়া উন্নয়ন পর্ষদ ।
যদিও, তিনি সেদিন মঞ্চে বলেছেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলেই তা কার্যকর করা হবে । এর পরপরই তৃণমূলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবি সভার প্রস্তুতি নেওয়া হয়েছে । সিদ্ধান্ত হয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারি ঠাকুরনগরে স্বরাষ্ট্রমন্ত্রীর পালটা সভা হবে। ঠাকুরনগর হাইস্কুলের মাঠে ওই সভা হবে । সেই সভায় উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সঙ্গে থাকবেন ব্রাত্য বসু, সৌগত রায়, জ্যোতিপ্রিয় মল্লিক ও নির্মল ঘোষ ।
বিকেল তিনটের সময় ঠাকুরবাড়ির পাশের মাঠে হেলিকপ্টার থেকে নামবেন অভিষেক। প্রথমে তিনি ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দেবেন । তারপর সেখান থেকে তিনি সভামঞ্চে পৌঁছাবেন । উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের আহ্বায়ক গোপাল শেঠ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরবাড়িতে এসে অনেক মিথ্যা আশ্বাস দিয়ে গিয়েছেন। তার জবাব দিতে আমরা ২৫ তারিখ পালটা সভা করছি। সেই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, সৌগত রায়, জ্যোতিপ্রিয় মল্লিক ও নির্মল ঘোষ থাকবেন । আমরা মতুয়া ভক্ত । তাই আলাদা মঞ্চ নয়, এক মঞ্চেই সবাই থাকব । মাঠে ওই দিন দেড় থেকে দু’লাখ মতুয়া ভক্ত থাকবেন।”
এবারের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ হল মতুয়া ভোট । ফলে ভোটব্যাঙ্কে মতুয়াদের সমর্থন পেতে মাঠে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি । গত লোকসভা ভোটের আগে ঠাকুরবাড়ির কামনাসাগরের পাশের মাঠে মতুয়াদের সভায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেদিন তিনি বলেছিলেন, “মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে ।” তারপর সংসদে নাগরিকত্ব আইন পাশও হয়ে গেছে । কিন্তু গত এক বছরে তা কার্যকর হয়নি । মতুয়াদের নাগরিকত্ব নিয়ে শান্তনুর সঙ্গে দলের চাপানউতোর শুরু হয় । পরিস্থিতি বুঝে শান্তনুকে দলে যোগ দেওয়ার আহ্বানও জানায় তৃণমূল কংগ্রেস । বিধানসভা নির্বাচনের মুখে মতুয়া ভোট হাতছাড়া হওয়ার ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বিজেপির ভোট ম্যানেজাররা । শান্তনুকে তুষ্ট করতে দলের বারাসত সাংগঠনিক জেলা ভেঙে বনগাঁ নতুন জেলা করা হয় । শেষমেষ অমিত শাহকে মঞ্চে তুলে মতুয়াদের নাগরিকত্বের আশ্বাস দেওয়ার বার্তার কৌশল নেয় বিজেপি ।
সেখানে পিছিয়ে নেই তৃণমূলও । মতুয়াদের জন্য একাধিক ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । গোপালনগরে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আর এবার ঠাকুরনগরে আসরে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
Be the first to comment