একুশের নির্বাচনে বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই ক্ষমতায় আসছে, আবারও এমন আত্মবিশ্বাসের সুর শোনা গেল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিন, বিনপুরের সভায় অভিষেক বলেন, ‘ঝাড়গ্রামে ৪-০ হবেই। আড়াইশোরও বেশি আসনে জিতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই সরকার গড়বে। আর পদ্মফুল চোখে সর্ষেফুল দেখবে।’
বিজেপিকে আক্রমণ করে ডায়মন্ডহারবারের সাংসদ আরও বলেন, বিজেপির সভায় লোক হয় না। টাকা ছড়িয়ে সভায় লোক আনছে বিজেপি। বহিরাগতদের বিতাড়িত করবে বাংলার মানুষ। দিল্লির কাছে আত্মসমর্পণ করবে না বাংলা। ভাঙা পায়েই আগামী দিনে লড়াই হবে।ইংরেজদের যেমন ভারত ছাড়া করেছিলাম, বহিরাগতদের বাংলা ছাড়া করব’।
সম্প্রতি বাঁকুড়ার সভায় বিজেপির প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের প্রসঙ্গ টেনে পদ্মশিবিরকে আক্রমণ করেছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, ‘প্রার্থী তালিকা নিয়ে কী হচ্ছে দেখুন। যারা নিজেদের দলে শান্তি বজায় রাখতে পারছে না, তারা বাংলা সামলাবে কী করে।’ আমফান, করোনা পরিস্থিতির প্রসঙ্গ টেনে অভিষেক বলেছিলেন, ‘আমফান, করোনাকালে বিজেপি নেতাদের দেখতে পেয়েছেন? জীবন বিপন্ন করে এগিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মী-সমর্থকরা জীবন বিপন্ন করে লড়াই করেছেন।
বিজেপির কেন্দ্রীয় নেতাদের চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক এদিনও বলেন, ‘কাগজ না দেখে, টেলি প্রম্পটার না দেখে ২ মিনিট বাংলায় কথা বলুন। যদি বলতে পারেন, তাহলে নির্বাচনে লড়বে না তৃণমূল। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। ১ ঘণ্টা আমি হিন্দিতে বলবে কিছু না দেখে।’
Be the first to comment