দ্বিতীয় দফার নির্বাচনের আগে শেষ দফার প্রচার জমজমাট। একদিকে নন্দীগ্রামে যেমন হাইভোল্টেজ প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় রাজনৈতিক পারদ চড়াচ্ছেন ভাইপো অভিষেক। এদিন গোসাবার জনসভা থেকে বিজেপিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কড়া ভাষায় ইন্নয়নকে ইস্যু করে বিজেপি কার্যত চ্যালেঞ্জ জানান অভিষেক। তিনি বলেন, অমিত শাহ বড় বড় কথা বলছেন। কিন্তু ঠিক কী উন্নয়ন হয়েছে বিজেপি শাসিত রাজ্যে, তার রিপোর্ট কার্ড দেখাচ্ছেন না। অমিত শাহ নিজে সভাস্থল বাছুন, সময় বেছে নিন, তারিখ বলে দিন। এরপর সেখানে তৃণমূল তার উন্নয়নের রিপোর্ট কার্ড দেখাবে, অমিত শাহও সেখানে রিপোর্ট কার্ড দেখান।
এদিন অভিষেক বলেন মুখে কথা বলে কিছু হয় না। তৃণমূল রাজ্যে বিনামূল্য খাদ্য, স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছে। আপনারা কী করেছেন। উন্নয়নের নিরিখে বিজেপি টানা ১০ গোল দেবে তৃণমূল। তাই এবারের নির্বাচনে কাকে ভোট দেবেন, তা মানুষই ঠিক করবেন। মানুষ জানেন যোগ্য প্রার্থী কে।
উল্লেখ্য, বাংলার ভোট এবার আট দফায়। একমাত্র বাংলাতেই সবচেয়ে বেশি সময় ধরে চলবে নির্বাচনী প্রক্রিয়া। ইতিমধ্যেই গত ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোট ১ এপ্রিল। ৩০টি আসনে হবে ভোট গ্রহণ। তৃতীয় দফায় ৬ এপ্রিল ৩১ টি আসনে ভোট হবে।
চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল। বাংলা সহ পাঁচ রাজ্যেই ভোট গণনা ২ মে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ভোট ২৭ মার্চ। এই দফায় ভোট হবে ৩০টি আসনে।
এবার শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই তিন দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। যা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত।
Be the first to comment