রাজ্যে বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে জেলা সফর অভিষেকের

Spread the love

রাজ্যে বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারের ঝড়বৃষ্টি ও বজ্রপাতে রাজ্যের পাঁচ জেলায় ২৭ জনের প্রাণ গিয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে হুগলিতে। ওই জেলায় মারা গিয়েছেন ১১ জন। মুর্শিদাবাদে প্রাণ হারিয়েছেন ৯ জন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় ২ জন করে মারা গিয়েছেন। দুঃসময়ে মৃতদের পরিজনদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার বজ্রপাতে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ঘূর্ণিঝড় ‘যশ’-এর পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুর্যোগের পরেই দুই পরগনা, পূর্ব মেদিনীপুরে ছুটে গিয়েছিলেন তৃণমূল সাংসদ । সেভাবেই সোমবারের বজ্রপাতে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে হুগলি, মুর্শিদাবাদ-সহ পাঁচ জেলাতে যাওয়ার কর্মসূচি নিয়েছেন তিনি ।

সোমবার রাত পর্যন্ত রাজ্যের পাঁচ জেলায় বজ্রপাতে ২৭ জনের মৃত্যু হয়েছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*