সাসপেন্ড হওয়া সাংসদদের পাশে অভিষেক, দিল্লি পৌঁছে বসলেন ধরনায়

Spread the love

সাংসদদের সাসপেনশনের বিরোধিতা করেছিলেন আগেই। সোশ্যাল মিডিয়ায় তুলোধোনা করেছিলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। জানিয়েছিলেন, সাসপেন্ড সাংসদদের পাশে আছেন। এবার দিল্লি পৌঁছেই তাঁদের সঙ্গে ধরনায় বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  

সংসদের তৃণমূলের রণকৌশল কী হবে, কীভাবে বিজেপি বিরোধিতার ঘুঁটি সাজাবে ঘাসফুল শিবির-সেই সব নিয়ে আলোচনা করতে মঙ্গলবারই দিল্লি পৌঁচছেন অভিষেক। দিল্লি বিমানবন্দর থেকে সোজা ধরনাস্থলে পৌঁছে যান তিনি। গান্ধীমূর্তির পাদদেশে  সাসপেন্ড সাংসদদের সঙ্গে বসেন ধরনায়ও। দলীয় সূত্রে খবর, দলীয় সাংসদদের মনোবল বৃদ্ধি করতেই এদিন ধরনায় যোগ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ধরনাস্থলে ছিলেন শান্তা ছেত্রী, দোলা সেন-সহ শান্তনু সেন, অপরূপা পোদ্দাররাও।

বাদল অধিবেশনে সংসদের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কৃত হয়েছেন তৃণমূলের শান্তা ছেত্রী, দোলা সেন-সহ মোট ১২ সাংসদ। সেই সাসপেনশন প্রত্যাহারের দাবিতে লাগাতার ধরনা দিচ্ছেন তৃণমূলের সাংসদেরা। সাসপেন্ড দুই সাংসদদের পাশাপাশি ধরনায় থাকছেন তৃণমূলের অন্যান্য সাংসদেরাও।

এবার সেই ধরনা কর্মসূচিতে যোগ দিলেন অভিষেকও। স্বাভাবিকভাবেই তাঁর এই যোগদান দলীয় সাংসদদের মনোবল বৃদ্ধি করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তৃণমূলের দাবি, “সাংসদদের সাসপেনশনের তীব্র নিন্দা করছি। এভাবে বিজেপি আমাদের চুপ করাতে পারবে না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*