দিলীপ ঘোষের বিরুদ্ধে হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়; পড়ুন!

Spread the love
পারদ চড়াতে শুরু করেছিলেন শুক্রবার বিকেলে হাজরা মোড় থেকে। রবিবার পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে সেই মাত্রাকে আরও খানিকটা বাড়িয়ে দিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসমের তিনসুকিয়ায় পাঁচ বাঙালি খুনের প্রতিবাদে এ দিন পুরুলিয়ায় মিছিল করে তৃণমূল। নেতৃত্ব দেন দলের তরফে পুরুলিয়ার পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মিছিল শেষেই সংক্ষিপ্ত সভা থেকে এ দিন বিজেপি এবং বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে হুঁশিয়ারি ছুঁড়ে দেন তিনি।
পুরুলিয়ার সভা থেকে বিজেপি-র উদ্দেশে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “নেত্রী অনেক উদার। তাই এদের এত বাড়বাড়ন্ত। আমি অত উদার নই। একবার অনুমতি পেলে বিজপে-র ‘বি’-ও থাকবে না আর দিলীপের ‘ডি’-ও থাকবে না।”
আসছে ডিসেম্বরেই রাজ্যের তিনটি জায়গা থেকে রথযাত্রা বের করবে বিজেপি। তারাপীঠ, কোচবিহার এবং গঙ্গাসাগর থেকে শুরু হওয়া রথযাত্রা  রাজ্যের ২৯৪টি বিধানসভা ঘুরে শেষ হবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনটি রথযাত্রারই সূচনা করবেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দেড়মাস ধরে চলা রথযাত্রায় যোগ দেবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের মতো গেরুয়া শিবিরের তাবড় নেতারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*