রাত পোহালেই মাধ্যমিক কিন্তু অ্যাডমিট না আসায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল পড়ুয়া। জানতে পেরেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ব্যাপারটা ঠিক কী? দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা ওই মাধ্যমিক পরীক্ষার্থী। বাবা ছোট্টু ও মা সেরিনা। ডায়মন্ড হারবার গার্লস স্কুলে পড়ত ওই কিশোরী। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী সে। ফলে প্রস্তুতি নিয়েছে বছরভর। কিছুদিন আগে অ্যাডমিট কার্ড আনতে স্কুলে যায় সে। সেই সময় ছাত্রীকে জানানো হয়, আবেদনপত্রে ভুল থাকার কারণে অ্যাডমিট কার্ড দেওয়া সম্ভব নয়। পরের বছর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়।
বাড়ি ফিরে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে ছাত্রী। এরপরই শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। পরিবারের সদস্যরা দেখতে পাওয়া মাত্রই উদ্ধার করে তাকে। বরাতজোড়ে রক্ষা পায় প্রাণ। বিষয়টি জানতে পেরে ছাত্রীর বাড়িতে যান ডায়মন্ড হারবার এসডিপিও মিতুন কুমার দে। তিনি সবটা জানার পর নিজেই যোগাযোগ করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিষয়টি জানার পরই মধ্যশিক্ষা পর্ষদকে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল সে পরীক্ষা দিতে পারবে, এমনটাই জানান সাংসদ। রবিবার রাতেই স্কুলের তরফে ছাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে অ্যাডমিট।
এ বিষয়ে ওই ছাত্রী আগে মন্তব্য করেছিলেন, “ফর্মে ভুল থাকলে তা আগে জানাল না কেন।” এ সম্পর্কে এখনও স্কুলের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে শেষ মুহূর্তে সাংসদের সহযোগিতায় অ্যাডমিট পেয়ে খুশি পরীক্ষার্থী।
Be the first to comment