২. পেট্রোল-ডিজেলের দাম ১০০ ছোঁয়ার আগে কেন্দ্র থেকে বিজেপিকে বোল্ড আউট করে দিতে হবে।
৩. সব আঞ্চলিক দলগুলিকে ধমক চমক দিয়ে চুপ করিয়ে রেখেছে। আমরা লোহার মতো, ওরা আমাদের যত ধমকাবে-চমকাবে আমরা ততই শক্ত হবো। এতে মানুষের জীবন গেলে যাবে কিন্তু এবার থেকে আর মানুষের পেটে লাথি মারতে দেবো না।
৪. মোদীর নেতৃত্বে যদি একটি ছেলে-মেয়েও চাকরি পেয়েছে তাহলে আমি আর রাজনীতির আঙ্গিনায় পা রাখবো না।
৫. কন্যাশ্রীকে টুকলি করে বেটি বাঁচাও, বেটি পড়াও শুরু করলো বিজেপি। ভেবেছিলো টুকলি করে জিতবে কিন্তু বলি টুকে হয়তো পাশ করা যায় কিন্তু ফার্স্ট হওয়া যায় না।
৬. আমরা আন্দোলনের পথ বেছে নেবো। আমি হিন্দু কিন্তু যোগী আদিত্যনাথের হাতে তলোয়ার আর ছুড়ি ধরাচ্ছে বিজেপি। যাকে বলা যায় অস্ত্রশ্রী।
৭. ৩৭.০০ থেকে ৩৮.৫০ এক্সাইজ ডিউটি ভাড়া বৃদ্ধি হয়েছে। এতে কার স্বার্থসিদ্ধি হচ্ছে? উত্তর দিতে হবে। রক্ত গেলে যাবে, প্রান গেলে যাবে কিন্তু ভারতের মানুষের মাথানত হতে আমরা দেবো না। আগামী পরশু আবার অবস্থান বিক্ষোভ হবে এবং সেদিন আবার ঠিক হবে পরের কর্মসূচী।
৮. মদন মিত্রর জেল হয়েছে। বেড়ালের মতো ঢুকেছিলো, বাঘ হয়ে বেড়িয়েছে। মদন যদি জেল খাটে তাহলে নীরব মোদী এখনও কেন জেলের বাইরে? এর উত্তর চাই। ধমক-চমক দিয়ে কিছু হবে না। গলা কেটে দিলেও মমতা জিন্দাবাদ বেরোবে।
৯. দার্জিলিং থেকে সব জায়গায় ভোট করে নিন। দার্জিলিং-এ এবার তৃণমূল কংগ্রেস বড় ব্যাবধানে জিতবে।
১০. বীরপুরুষের মাটি, আমরা প্রস্তুত থাকবো। যে কটা আবর্জনা আছে তাদের ঝেটিয়ে বিদায় দেবো। মমতার আদর্শ আর জীবনযাপনকে অনুসরণ করতে হবে। বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিবাদ চলবে।
Be the first to comment