তিনি হুঙ্কার ছেড়েছিলেন কম করে ৩৭ জন তৃণমূলের বিধায়ক যোগাযোগ রাখছেন তাঁর সঙ্গে। তাঁরা তাঁর হাত ধরে বিজেপিতে আসতে চান। মিঠুন চক্রবর্তীর এই মন্তব্যের পর তাঁর দিকে ‘ফণা’ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্য, পশ্চিমবঙ্গে ক’টা লোকসভা, ক’টা বিধানসভা তাই জানেন না মিঠুন। তিনি বাংলার রাজনীতি সম্পর্কে মন্তব্য করছেন। এটা হাস্যকর।
বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করার বিষয় জানানোর সময় এক প্রশ্নের উত্তরে অভিষেক বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে রিতিমতো কটাক্ষ করেন। তাঁর কথায় মিঠুন যা বলেন, তা শুনে মুচকি হাসেন তাঁরই বিরোধী দলনেতা। আসলে মিঠুন এসব মন্তব্য করে নিজের উপস্থিতি জাহির করতে চাইছেন। স্পষ্টতই মিঠুন চক্রবর্তীর মন্তব্যকে যে তিনি গুরুত্ব দিতে রাজি নন তা বুঝিয়ে দেন অভিষেক।
গতকাল বুধবার হেস্টিংসে বিজেপির পার্টি অফিস থেকে প্রেস কনফারেন্স করে মিঠুন বলেছিলেন, তৃণমূলের ৩৭ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন তাঁর সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ রাখছেন। একই সঙ্গে তিনি মহারাষ্ট্রের উদাহরণও টেনে এনে বলেন, ‘বম্বেতে ছিলাম। একদিন সকালে উঠে শুনলাম বিজেপি-শিবসেনার সরকার তৈরি হবে। মহারাষ্ট্রে যদি হতে পারে, এখানে হতে পারে না কেন?’
Be the first to comment