ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামছেন তাঁর ভাইপো তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত যা খবর আগামী ১৮ সেপ্টেম্বর থেকেই প্রচার শুরু করবেন অভিযেক ৷ প্রচার কর্মসূচিতে প্রথম দিনে ভবানীপুরের লক্ষীনারায়ণ মন্দির অডিটোরিয়ামে নির্বাচনী বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ এই বৈঠক থেকেই সরকারিভাবে প্রচার শুরু করবেন তিনি ৷
নির্বাচনী বৈঠকে স্থানীয় মানুষদের সঙ্গে সরাসরি কথা বলবেন অভিষেক কারণ এটি আর পাঁচটা সাধারণ রাজনৈতিক বৈঠক নয়। বরং এটি হতে চলেছে অনেকটা মিলন উৎসবের কায়দায়। যেখানে ঘরোয়া আলোচনায় সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলবেন অভিষেক ৷ একই সঙ্গে দলনেত্রীকে রেকর্ড মার্জিনে জয়ী করবার জন্য ভোটারদের কাছে আবেদন জানাবেন তিনি। ৩০ সেপ্টেম্বর ভাবানীপুর উপনির্বাচনে মমতার বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছে বিজেপি ৷
তবে এই একটি নয়, এ ধরনের আরও একাধিক সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে পারেন ৷ যেহেতু করোনা আবহে বড় সভা বা মিছিলের অনুমতি দেয়নি নির্বাচন কমিশন, তাই ছোট ছোট ঘরোয়া আলোচনা সভা ও স্ট্রিট কর্নারে জোর দেওয়া হচ্ছে তৃণমূলের প্রচারে ৷ দলের অন্য নেতা ফিরহাদ হাকিম, কার্তিক বন্দ্যোপাধ্যায়ের মত বাড়ি বাড়ি গিয়ে প্রচার না করলেও ছোট ছোট আলোচনা সভার মাধ্যমে দলনেত্রীর হয়ে প্রচার করবেন অভিষেক ৷
এদিকে বুধবার অভিষেকের ত্রিপুরা যাওয়ার কথা থাকলেও আপাতত সেই কর্মসূচি আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আরও একবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা কর্মসূচির জন্য আগরতলা পুলিশকে চিঠি দিয়েছেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক। দলের তরফ থেকে জানানো হয়েছে, এবার যদি পুলিশ কর্মসূচির জন্য অনুমতি না-দেয়, সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেস ৷
Be the first to comment