গরু এবং কয়লা পাচার-কাণ্ডে এবার বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল নেতা দাবি করেন, তাঁর কাছে এমন একটি অডিয়ো টেপ আছে, যা প্রকাশ্যে এলে গরু ও কয়লা-কাণ্ডে কারা জড়িত, সব স্পষ্ট হয়ে যাবে। অভিষেক বলেন, খুব শীঘ্রই ওই টেপ আমি সামনে আনব। রাজনীতিতে সময় বলে একটা বিষয় আছে। ঠিক সময়ে ঠিক জিনিস সামনে আনা দরকার। যখন সময় আসবে, ঠিক তখনই সেই টেপ প্রকাশ্যে আনা হবে।
মঙ্গলবারই কয়লা-কাণ্ডে সিবিআই চার্জশিট দাখিল করেছে বিশেষ সিবিআই আদালতে। তাতে ৪১জনের নাম রয়েছে। তাদের মধ্যে বিনয় মিশ্রের মতো কয়েকজনকে পলাতক বলে দেখানো হয়েছে। সম্প্রতি সিবিআই ইসিএলের যে বর্তমান এবং প্রাক্তন কর্তাদের গ্রেফতার করেছে, তাঁদেরও দুচারজনের নাম রয়েছে সিবিআই চার্জশিটে।
গরু ও কয়লা পাচারে নাম জড়িয়েছে অভিষেকেরও। ইডি তাঁকে এবং তাঁর স্ত্রী রুজিরাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে। অভিষেক বারবার দাবি করেছেন, তিনি এসব ব্যাপারে আদৌ জড়িত নন। বিজেপির নির্দেশে ইডি রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে হেনস্তা করছে। অভিষেক বলেছেন, আমি জড়িত থাকলে যে কোনও শাস্তি মাথা পেতে নেব। হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ব। এদিন তৃণমূল নেতা বলেন, গরু ও কয়লা নিয়ে কে কার সঙ্গে কী কথা বলেছে সব রয়েছে ওই অডিয়ো টেপে। আমার বিরুদ্ধে যারা অভিযোগ এনে বড় বড় কথা বলছে আগামিদিনে তাঁদের ঠাঁই হবে শ্রীঘরে।
এত সব বললেও এতদিন অভিষেক এই অডিয়ো টেপের কথা বলেননি। এদিনই প্রথম তাঁর মুখে এই প্রসঙ্গ শোনা গেল। ২১ জুলাই শহীদ দিবসের আগের দিন তৃণমূল নেতা এই কথা বলায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।
Be the first to comment