অপরাধীকে সাত দিনের মধ্যে বিচার শেষ করে হয় এনকাউন্টার, না হয় ফাঁসিতে ঝোলানো উচিত, আরজিকর ঘটনায় কড়া প্রতিক্রিয়া অভিষেকের

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

আরজি করে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনায় এবার কড়া প্রতিক্রিয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করে অভিষেক বলেন, ”এমন মানুষের বেঁচে থাকার অধিকার নেই।” এই ধরনের অপরাধ করলে, অপরাধীকে সাত দিনের মধ্যে বিচার শেষ করে হয় এনকাউন্টার করা উচিত, না হয় ফাঁসিতে ঝোলানো উচিত।

আরজি করে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনায় এবার কড়া প্রতিক্রিয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করে অভিষেক বলেন, ”এমন মানুষের বেঁচে থাকার অধিকার নেই।” এই ধরনের অপরাধ করলে, অপরাধীকে সাত দিনের মধ্যে বিচার শেষ করে হয় এনকাউন্টার করা উচিত, না হয় ফাঁসিতে ঝোলানো উচিত।
শনিবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার তাঁর সংসদীয় কেন্দ্রে প্রশাসনিক সভার পর তিনি বলেন, ‘‘পুলিশ অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে। তবে আমি বলব, সুরক্ষার প্রশ্নে আরও কঠোর হতে হবে।’’
আরজি করে মহিলা চিকিৎসকের উপর যে ঘটনা হয়েছে তা ‘নারকীয়’ বলে জানান তিনি। এরপরই অভিষেকের বলেন, ‘‘এই কাজ যারা করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। কিন্তু আমাদের দেশের আইন, বিচারব্যবস্থা এমন, আমাদের হাত-পা বাঁধা।’’ অভিষেক মনে করেন, ‘‘এই ধরনের অপরাধ করলে, অপরাধীকে সাত দিনের মধ্যে বিচার শেষ করে হয় এনকাউন্টার করা উচিত, না হয় ফাঁসিতে ঝোলানো উচিত।’’
এদিন অভিষেক বলেন, “বিজেপির উচিত তাদের নেতৃত্বকে বলা, সংসদে যাতে অধ্যাদেশ আনা হয়। এই ধরনের ঘটনায় সাত দিনে বিচার শেষ করতে হবে, এই অধ্যাদেশ আনুক। ছ’মাস পরে তা বিল আকারে আসুক। তা আনলে তৃণমূল, কংগ্রেস, সিপিএম— সবার উচিত সেই বিলকে সমর্থন করা।’’
ইতিমধ্যেই আরজি করের ঘটনায় রাজ্য সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মমতা এ-ও বলেছেন, ‘‘যদি পড়ুয়ারা মনে করেন আমাদের (রাজ্য সরকারের) উপর আস্থা নেই, অন্য এজেন্সি তদন্ত করবে, তা হলেও আমাদের কোনও আপত্তি নেই।’’ যদিও এ বিষয়ে অভিষেক ভিন্ন মত পোষণ করেছেন। তাঁর কথায়, ‘‘সিবিআই তদন্ত করে কি মেয়েটি ফিরে আসবে? কেউ বলতে পারবেন, এই ঘটনার আর পুনরাবৃত্তি হবে না?’’ এই প্রসঙ্গেই কঠোর আইন করার দাবি তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘‘মুখে শুধু দৃষ্টান্তমূলক শাস্তির কথা বললে হবে না। দৃষ্টান্ত তৈরি করতে হবে।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*