রাত পোহালেই ২১ জুলাই, শেষ মুহূর্তে মঞ্চ ঘুরে গেলেন মমতা-অভিষেক

Spread the love

রাত পোহালেই  তৃণমূলের শহিদ দিবস। ইতিমধ্যে জেলাগুলি থেকে বিপুল পরিমাণে কর্মী সমর্থক এসে জমায়েত করেছেন মহানগরের বুকে। কাল তাঁরা ধর্মতলায় মঞ্চ থেকে শুনবেন দলনেত্রীর বক্তব্য। গতকাল থেকে কলকাতার বেশ কয়েকটি জায়গায় এসে একত্রিত হয়েছেন তাঁরা। দুদিন ধরে তাঁদের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের খাবারের মেনুতে এবারেও রয়েছে ভাত, ডাল, আলু চোখা এবং ডিম। তবে এই উন্মাদনা আজকের নয়। গত একমাস ধরে রাজ্য জুড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা জোর কদমে প্রস্তুতি নিয়েছেন আগামিকালের অনুষ্ঠানের জন্য।

Thunderous support for National General Secretary Shri Abhishek Banerjee at Central Park! #ShahidDibas

Posted by All India Trinamool Congress on Wednesday, July 20, 2022

দলের তরফ থেকেই বলা হয়েছে এবার রেকর্ড সংখ্যক লোক জমায়েত হবে। প্রায় আট থেকে দশ লক্ষ লোক হাজির হবেন ধরে নিয়েই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতার বিভিন্ন থেকে মোট ৮টি রুটে কর্মী সমর্থকরা যাবেন ধর্মতলায়। নিখুঁত ভাবে তাঁর নকশা বানানো হয়েছে।  শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধানসরণী, কলেজ স্ট্রিট হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে পৌঁছবে ধর্মতলা। অন্যদিকে হাজরা মোড় থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে ধর্মতলা। এইভাবে মোট ৮ টি রুট মিলবে ধর্মতলার মোড়ে। দলের নেতা-নেত্রীদের জন্য বিশেষ ড্রেস কোডের ব্যবস্থা করা হয়েছে এবার। 

Our National General Secretary Shri Abhishek Banerjee addresses the media at Dharmatala

Posted by All India Trinamool Congress on Wednesday, July 20, 2022

আজ অনুষ্ঠানের আগে শেষবারের মতো মঞ্চ খতিয়ে দেখে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবার অনুষ্ঠানের আগের দিন ধর্মতলায় মঞ্চ পরিদর্শনে যান খোদ মমতা। অন্যথা হয়নি এবারেও। একপ্রকার রীতি মেনে ২০ জুলাই ধর্মতলায় মঞ্চ ঘুরে দেখেন তিনি। তার আগে আজ সকালেই নিজের বাড়িতে দাঁড়িয়ে ২১ জুলাই নিয়ে ভার্চুয়ালি বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তারপরেই বিকেলে মঞ্চ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস।  

বৃহস্পতিবার শহর জুড়ে ভিড় হবে। শহরের একাধিক রাস্তাকে কালকের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করা হয়েছে আগেই। যানজটের কথা মাথায় রেখে বেশকিছু বেসরকারি স্কুল আগেই বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। গাড়ি নিয়ন্ত্রণে মানুষের ভোগান্তি হতে পারে, তার জন্য আগেই মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন মমতা ব্যানার্জি নিজে। সঙ্গেই সকলের উদ্দেশে বলেন, সকলেই যেন সুন্দর এবং শৃঙ্খলা বজায় রেখে সভায় আসেন এবং আবার বাড়ি ফিরে যান শান্ত ভাবেই। 

Against all odds, Bengal has united to pay homage to the sacrifice of the 13 innocent lives… Our National General…

Posted by All India Trinamool Congress on Wednesday, July 20, 2022

কলকাতার আবহাওয়া এই মুহূর্তে বদলাচ্ছে ঘনঘন। তবু খোলা আকাশের নিচেই হবে সমাবেশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে  ধর্মতলা চত্বর। কঠোর পুলিশ-প্রশাসন। সন্ধের পরেই চেক করে দেখা হয় সাউন্ড সিস্টেম।  গত দুবছর করোনা কারণে বন্ধ ছিল জনসমাবেশ। এবার উন্মাদনা সেই কারণেই অনেক বেশি। কর্মী সমর্থকরা অপেক্ষা করছেন আগামিকাল সকালের। রাজপথে দাঁড়িয়ে দলনেত্রীর বক্তব্য শুনবেন, তাঁর বার্তা সঙ্গে নিয়ে ফিরে যাবেন আবার। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*