‘এটাই কি নেতাজির ভারত? আজকের ভারত কি ভগৎ সিংয়ের? গান্ধীজী কি এই ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন’? মধ্যরাতে ফেসবুকে লাইভে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বললেন, সরকার ও দেশের মধ্যে বিভাজনের পরিকল্পনা চেষ্টা চলছে। একটি একক ধারনা চাপিয়ে দেওয়া হচ্ছে। যাঁরা সেই ধারনা মানছে না, তাঁদের দেশদ্রোহীর তকমা দেওয়া হয়েছে।
এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বলেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ভাষা, ভাবনা, রুচি, পছন্দ আলাদা। কিন্তু আমরা সবাই এক সুতোয় বাঁধা। এটাই ভারতের ঐতিহ্য। তবে ভারতের সেই অখন্ডতায় আঘাত আসছে।
এদিন তৃণমূল সাংসদ আরও বলেন, ভেবে দেখুন তো আপনারা কি সত্যিই বাক স্বাধীনতা পান? নিজেদের ইচ্ছে মতো খাওয়া দাওয়া, পোশাক পরা, মত প্রকাশের স্বাধীনতা পান? এই ভারতেরই কি স্বপ্ন দেখিয়েছিলেন নেতাজি, গান্ধীজী, লাল বাহাদুর শাস্ত্রীরা? দেশের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাঁরা কি এই ভারতেরই কল্পনা করেছিলেন? প্রশ্ন তোলেন অভিষেক।
Be the first to comment