কংগ্রেসের জন্য বসে না থেকে নিজেদের শিকড় বিস্তারের বার্তা দিয়েছেন নেত্রী। তাঁর সেই লক্ষ্যপূরণেই এবার গোয়া সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিক থাকলে, কালীপুজোর পরই অভিষেক গোয়া রওনা দেবেন বলে দলীয় সূত্রে খবর।
আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন। ত্রিপুরার মতো সেখানেও বিজেপিকে টক্কর দিতে নেমেছে তৃণমূল। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোয়া উড়ে গিয়েছিলেন। সেখানে টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং অভিনেত্রী নাফিসা আলির মতো বেশ কয়েকজনকে দলে যোগদান করান তিনি। সে সব সেরে মমতা কলকাতায় ফেরার ৪৮ ঘণ্টার মধ্যেই এবার অভিষেকের গোয়া সফরের কথা সামনে এলো। দলনেত্রী গোয়ায় অভিষেককে তারকা প্রচারকের দায়িত্ব সঁপেছেন বলে জানা গিয়েছে, যাতে সেখানেও যুবসমাজের মধ্যে তৃণমূলের গ্রহণযোগ্যতা তৈরি হয়।
গোয়ায় তৃণমূলের ক্ষমতা দখলের সম্ভাবনা কতটা, তা নিয়ে দ্বিমত থাকলেও, কংগ্রেসের গড়িমসিতে সেখানে বিজেপির প্রধান প্রতিপক্ষ হওয়ার দৌড়ে যে তৃণমূল অনেকটাই এগিয়ে, তা একবাক্যে স্বীকার করছে রাজনৈতিক মহল।
যে কারণে বাংলায় বিজেপিকে ‘বহিরাগত’ বলে দাগিয়ে দেওয়ার তৃণমূল গোয়ায় ভূমিপুত্রের হাতেই ক্ষমতা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৷ আর সেই কারণেই অভিষেকের সফর ঘিরে আরও প্রত্যাশ্যা তৈরি হচ্ছে ৷ তাঁর হাত ধরে আরও কিছু হাই-প্রোফাইল তারকা এবং রাজনীতিক জোড়াফুলে যোগ দিতে পারেন বলে খবর ৷
Be the first to comment