
রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ সরস্বতী পুজো। ৩ রা ফেব্রুয়ারি, সারা বাংলা মেতে উঠেছে বাগদেবীর আরাধনায়। বাদ নেই সেলিব্রিটি থেকে নেতানেত্রীরাও। অন্যান্য বারের মতো এবারও বাগদেবীর আরাধনায় মাতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতেই বাগ দেবীর আরাধনা করলেন। সঙ্গে ছিলেন স্ত্রী রুজিরা সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা।
অভিষেকের বাড়ির সরস্বতী পুজোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে তৃণমূল। এদিন দলের এক্স হ্যান্ডেল পোস্টে লেখা হয়, আমাদের জাতীয় সাধারণ সম্পাদক, শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভ সরস্বতী পুজোর দিনে প্রার্থনা জানিয়েছেন, সকলের জন্য জ্ঞান, বিদ্যা ও সমৃদ্ধির কামনা করেছেন। মা সরস্বতীর আশীর্বাদ আমাদের উজ্জ্বল ভবিষ্যতের পথে পথপ্রদর্শক হোক।
সোমবার পুজোর আসরে পাঞ্জাবি পরে পুজোতে অংশ নেন সাংসদ। ছেলে আয়াংশ ও মেয়ে আজানিয়াকে সঙ্গে পুজোয় ছিলেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। এদিন ছবিতে দেখা যায় অভিষেককে আরতী করতেও এদিন দেবী সরস্বতীর কাছে দেশের সমস্ত পড়ুয়ার ভবিষযত যাতে উজ্জ্বল হয়, তাই নিয়ে প্রার্থনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment