শনিবার নাগরাকাটার সভায় ফের বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বললেন, ‘সাত জন্মেও দিদিকে হারাতে পারবেন না।’ পদ্মশিবিরকে নিশানা করে ডায়মন্ডহারবারের সাংসদ বলেছেন, ‘আগেই বলেছি, ওদের জয় সিয়ারাম বলিয়ে ছাড়ব। জয় বাংলা, জয়হিন্দ বলিয়ে ছাড়ব।’
সেই সঙ্গে অমিত শাহের ‘সোনার বাংলা’ শব্দবন্ধকে নিশানা করে অভিষেক এদিন বলেন, ‘২০১৪ সালে আপনারা ভোটে জিতেছেন, ২০১৯ সালের নির্বাচনেও জিতেছেন। তাহলে সোনার ভারতবর্ষ গড়তে পারছো না কেন? সোনার অসম, সোনার ত্রিপুরা, সোনার উত্তর প্রদেশ, সোনার হরিয়ানা, সোনার মধ্যপ্রদেশ হচ্ছে না কেন? এখন মানুষকে ভাঁওতা দিয়ে বলছে সোনার বাংলা গড়বে!’
পাশাপাশি বিজেপিকে বিঁধে তৃণমূল যুব সভাপতি এদিন আরও বলেছেন, ‘বহিরাগতদের বাংলা থেকে বিদায় নিন। সাগর থেকে পাহাড় বাংলা নিজের মেয়েকেই চায়। যারা বাংলা সংস্কৃতি জানে না, যারা বাংলা সম্পর্কে জানে না। তাদের যোগ্য জবাব দিন। যারা মা দুর্গাকে অপমান করে, তাদের যোগ্য জবাব দিন।’
দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে অভিষেক এরপর বলেন, যাদের রাজত্বে উন্নাও, হাথরাসের মতো ঘটনা ঘটে, তাদের বাংলার মাটিতে আনতে চান?
https://www.facebook.com/AbhishekBanerjeeOfficial/videos/3886708884682907/
Be the first to comment