বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট বঙ্গে। ত্রিস্তর পঞ্চায়েতের লড়াই যে কোনও শাসকদলের কাছেই বড় পরীক্ষা। তৃণমূল স্তরে শাসকদলের গ্রহণযোগ্যতা আসলে কতটা, তার সর্বৈব বিচার হয়ে যায় পঞ্চায়েত নির্বাচন। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছেও তাই পঞ্চায়েতের লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে বুথকর্মীদের বিশেষ সম্মেলনে সেই লড়াইয়ের সুর বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ”অবাধ ও শান্তিপূর্ণভাবে লড়াই করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে জিততে হবে।”
জেলায় জেলায় দলের বুথকর্মী, নেতাদের নিয়ে এদিন নেতাজি ইন্ডোরে বিশেষ সম্মেলনের ডাক দিয়েছিল তৃণমূল। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলার নেতা, কর্মীদের বিশেষ বার্তা দেবেন তাঁরা, এমনটাই অনুমান করা গিয়েছিল। অভিষেকের বক্তব্যে সেই অনুমান মিলে গেল। ফের বিজেপিকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ”নেত্রী বলেছেন, আমরাও বলছি। আগামী দিন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ হবে। গণতান্ত্রিকভাবে লড়াই করে বিজেপিকে ল্যাজে-গোবরে করতে হবে, বাংলাছাড়া করতে হবে। মানুষের আশীর্বাদকে পাথেয় করে সেই লড়াইয়ে নামতে হবে আমাদের। প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে জিততে হবে।” এরপর বিজেপির উদ্দেশে অভিষেকের আরও হুঁশিয়ারি, ”তৃণমূলকে সবসময় কুৎসা করা!আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে ব্যালটে বদলা নেব।”
শুধু আজই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিকবার জেলাগুলিকে বার্তা দিয়েছেন। গত মাসে ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কার্যালয়ে জেলা নেতৃত্ব এসে আলোচনা করেছিল। সেখানে পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেকের স্পষ্ট বার্তা ছিল, পঞ্চায়েত ভোটে দু-চারটে আসনে হারলেও সমস্যা নেই। কিন্তু নির্বাচনে গা জোয়ারি করা চলবে না। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তিতে জোর দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন তিনি। আসলে পঞ্চায়েত ভোটে হার-জিত নয়, দলীয় সংগঠন মজবুত করার দিকে বারবার বিশেষ জোর দিচ্ছেন তিনি। পাশাপাশি, জনমানসে দলের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতেও বদ্ধপরিকর দলের সেনাপতি। আর তাই বারবার পঞ্চায়েত ভোটে পেশিশক্তি আস্ফালন থেকে দূরে থাকার বার্তা দিচ্ছেন জেলা নেতৃত্বকে।
আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় তিনি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনকে প্রাধান্য দিয়ে মানুষের সমর্থনকে সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখার কথা বললেন। আর সেই ফর্মুলাতেই ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক।
Be the first to comment