যেটা বলেন সেটা করেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজ সকাল দশটা আটান্ন মিনিটে সেই কথা আবার প্রমাণ করলেন। নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখে শুক্রবার রাতেই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরেছেন অভিষেক। সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য ২৪ ঘণ্টারও কম সময় দেওয়া হয়েছিল তাঁকে। বাঁকুড়ার সোনামুখীতে নিজের বক্তব্য রাখার সময় এই কথার উল্লেখ করেছিলেন অভিষেক। এবার ক্ষোভ প্রকাশ করে চিঠি দিলেন সিবিআইকে। পাশাপাশি সুপ্রিম কোর্টে লিভ পিটিশনও দাখিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ঘোষিত কর্মসূচি স্থগিত রেখে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরতে হয়েছে অভিষেককে। একদিনও সময় না দিয়ে তলব করায় বিস্মিত অভিষেক। কিন্তু হাজিরা দেওয়ার কথা থেকে এতটুকু সরে আসেননি। সকাল ১১ টায় সিবিআই কার্যালয়ে পৌঁছানোর সময়সীমা নির্ধারিত ছিল। দু মিনিট আগেই সেখানে পৌঁছে গেলেন অভিষেক। ওয়াসিম আক্রম সহ ৮ সিবিআই অফিসার অভিষেকের সঙ্গে কথা বলবেন বলে জানা যাচ্ছে। অভিষেক যখন নিজামে প্রবেশ করছিলেন তখন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি জানান বেরিয়ে এসে সব উত্তর দেবেন। অভিষেক বাড়ি থেকে বেরোনোর ঠিক কয়েক মুহূর্ত আগে জানা যায় সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন তিনি। আগামী ২২ তারিখ এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক। কিন্তু তদন্তের স্বার্থে সময়মতো সিবিআই আধিকারিকদের দফতরে হাজির হতেও এতটুকু দেরি করেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Be the first to comment