দাদা ধরে পঞ্চায়েতে টিকিট মিলবে না বলে ফের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধর্মতলায় ২১ জুলাইয়ের বাঁধভাঙা জনসমুদ্রের সামনে তিনি বলেন, আগেও বলেছি। আজ আবার বলছি, সামনেই পঞ্চায়েত ভোট। মানুষ যাঁদের চাইবে, মানুষ যাঁদের সার্টিফিকেট দেবে, তাঁরাই পঞ্চায়েতের টিকিট পাবেন।
এর আগেও তিনি একাধিকবার এ কথা বলেছেন। বারবার মনে করিয়ে দিয়েছেন, নেতা ধরে, দাদা ধরে পঞ্চায়েতে টিকিট পাওয়া যাবে না। এদিন বিশাল সমাবেশে ফের একই কথা বলে অভিষেক বুঝিয়ে দিলেন, পঞ্চায়েতে স্বচ্ছ পরিচিতির লোকজনকেই টিকিট দেওয়া হবে।
গত ১১ বছরে জেলায় জেলায় তৃণমূলের পঞ্চায়েতগুলির বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। বহু পঞ্চায়েত দুর্নীতির আখড়া হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাগুলিতে প্রশাসনিক বৈঠকে খোলাখুলিই পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। পঞ্চায়েত কর্তাদের প্রশ্ন করেছেন, আর কত খাবেন। এই সবের পরিপ্রেক্ষিতে অভিষেকের এই হুঁশিয়ারি।
এদিন তৃণমূল নেতা আবারও বলেন, হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন। ঠিকাদারি করলে পঞ্চায়েতে টিকিট পাওয়া যাবে না। দাদাদের জল বয়ে বেড়ালে টিকিট হবে না। এটা পরিষ্কার জেনে রাখুন। এ কথাও তিনি আগে বলেছেন। তবে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এ কথা বলা অবশ্যই তাৎপর্যপূর্ণ। অভিষেক বলেন, তৃণমূল মানে নিজের করে খাওয়া নয়। নির্ভয়ে, নির্লোভে তৃণমূল করতে হবে। এ কথা যেন সবাই মনে রাখে।
Be the first to comment