দীর্ঘ ঘাত-প্রতিঘাত, কুৎসা উপেক্ষা করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে। নতুন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহ, ভরসার পাত্রের। প্রত্যাশা ছিল, আগামী দিনে নিজের চলার পথ সম্পর্কে কিছু না কিছু বলবেনই। বললেন, তবে অল্পই। আর তাতেই বুঝিয়ে দিলেন নিজের স্থির লক্ষ্য। বললেন, ”যে দায়িত্ব পেয়েছি, তাতে আগামী দিনে দলের আরও বিস্তারে কাজ করব।দলকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাব। লিখে রাখুন, আগামী কুড়ি বছর রাজ্য প্রশাসনের কোনও পদ আমি নেব না।” জবাব দিলেন পরিবারতন্ত্র নিয়ে কটাক্ষেরও।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলেই তাঁর এত সুযোগ-সুবিধা, দলে এত গুরুত্ব – অভিষেকের বিরুদ্ধে বিরোধীদের এসব আক্রমণ বহু দিন ধরেই চলছে। নতুন পদে বসার পরও তাঁকে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা শুনতে হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠকে বসে এর জবাব দিলেন অভিষেক। নাম না করে এই নিয়ে সোজা তিনি আঙুল তুললেন অমিত শাহ এবং তাঁর ছেয়ে জয় শাহর দিকে। তাঁর কথায়, ”আমি তো আগেই বলেছি, এক পরিবার এক প্রতিনিধির পক্ষে সংসদে বিল আনুক কেন্দ্র। আমিই প্রথম যে নিজের পদ ছাড়বে। সেটা তো হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে তো বিসিসিআইয়ের মাথায় বসে। তাহলে কীভাবে তাঁরা আমার বিরুদ্ধে আঙুল তোলেন?”
Be the first to comment