ছাত্র সমাবেশের ২৪ ঘণ্টার মধ্যেই অভিষেককে তলব ইডির, শুক্রবার হাজিরার নির্দেশ

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির। কলকাতায় ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ২ সেপ্টেম্বর। কয়লা পাচার মামলায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, এ কি কেবলই কাকতালীয়? ২৪ ঘণ্টা পেরোয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোডের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে ভবিষ্যদ্বানী করেছিলেন, এই সভায় একটু আগেই অভিষেক খুব ভাল বক্তৃতা দিয়েছে, আমার মন বলছে, ওকে কাল না নোটিস ধরায় আবার। আগে তো ওকে নোটিস ধরিয়েছে, ওর বউকেও নোটিস ধরিয়েছে। এবার বোধ হয় ২ বছরের বাচ্চাটাকেও নোটিস ধরাবে।

ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালেই কয়লা পাচার কাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। এর আগেও তলব করা হয়েছিল তাঁকে। একাধিকবার তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল। যা নিয়ে রীতিমতো শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন অভিষেক-রুজিরা। তাঁদের একটাই আবেদন ছিল, কলকাতাতেই যেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় অবশ্য শীর্ষ আদালতে তাঁর সেই মামলা মেনশন হয়নি।

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার অফিসেই ডেকে পাঠাল ইডি। বিশ্লেষকদের কথায়, বিষয়টি অত্যন্ত কাকতালীয়। ছাত্র সমাবেশের যে মঞ্চ থেকে অভিষেক সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার পরই তাঁকে তলব করা হয়। বিষয়টা অনেকটা এরকম, ২১ জুলাইয়ের সমাবেশের পরই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। তারপরের বিষয়টি সর্বজনবিদিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*