“গড নাকি ফ্রডের কাজ?” ডাবল ইঞ্জিন গুজরাটে সেতু বিপর্যয়ে বিজেপিকে নিশানা অভিষেকের

Spread the love

ফের ভেঙে পড়ল সেতু। ফের সেই নরেন্দ্র মোদি-অমিত শাহদের বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন গুজরাট! এমন ঘটনায় প্রশ্নের মুখে গুজরাট সরকার। ”গড নাকি ফ্রডের কাজ?” অর্থাৎ “ঈশ্বরের কাজ নাকি প্রতারণার কাজ?” ট্যুইটে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দু’দিকে দুটি গ্রাম। আর মাঝখান দিয়ে বইছে নদী! গুজরাটের তাপি জেলায় মাইন্ধোলা নদীর উপরে একটি সেতু তৈরি করা হয়েছিল। খরচ ২ কোটি। বুধবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। সেতু-বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কমপক্ষে ১৫ জন গ্রামবাসী। সরকারি ইঞ্জিনিয়ার নীরর রাঠোর জানিয়েছেন, “ঘটনার তদন্ত করা হবে। তারপরেই সেতু ভাঙার প্রকৃত কারণ জানা যাবে”।

এর আগে গতবছর গুজরাট বিধানসভার ঠিক আগে গত বছরের ৩০ অক্টোবর ভেঙে পড়েছিল মোরবিতে মাছু নদীর উপরে ঝুলন্ত সেতুটি, তাও আবার তাও মেরামতির ৫ দিনের মাথায়! সেই দুর্ঘটনায় প্রাণ হারান কমপক্ষে ১৩৫ জন।

অন্যদিকে, গুজরাট উপকূলের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ের বিপর্যয়। এর আগে ভূমিকম্প হল কচ্ছের ভাচাউ এলাকায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৫।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*