অভিষেকের ঐতিহাসিক জনসভার অপেক্ষায় কোচবিহারবাসী

Spread the love

আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই কোচবিহারের মাথাভাঙ্গায় জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলে বিজেপি বঙ্গবিভাজনের যে রাজনীতি করতে চাইছে, কোচবিহারের সভা থেকে তার পাল্টা জবাব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেই মনে করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।

শনিবার দুপুর ২টোয় মাথাভাঙা কলেজ মাঠে জনসভা করবেন অভিষেক। সভাস্থলকে কেন্দ্র করে চারপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত তৃণমূলের পতাকা, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ছয়লাপ। একুশের বিধানসভা ভোটে রাজ্যজুড়ে সবুজ ঝড় দেখা গেলেও কোচবিহারে আশানুরূপ ফল করতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে “হারানো জমি” পুনরুদ্ধারের ঝাঁপিয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই মত ওয়াকিবহল মহলের। সবার প্রস্তুতি প্রায় শেষ, তৈরি অভিষেকের মঞ্চ। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, অভিষেকের এই সভায় “রেকর্ড” জমায়েত হবে, ভিড়ের নিরিখে যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলেই অনুমান তাঁদের। অন্তত ১ লক্ষ মানুষের ভিড় করবেন বলে দাবি স্থানীয় নেতৃত্বের।

একদিকে আলিপুরদুয়ারের বিধায়ক তৃণমূলে যোগদান করায় বেশ কিছুটা নড়বড়ে হয়ে পড়েছে বিজেপি। তার ওপর রেকর্ড ভিড় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনসভা করবেন বলে আশা করা হচ্ছে, তা নিঃসন্দেহে বেশ কিছুটা চাপে রাখবে গেরুয়া শিবিরকে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*