কুন্তল ঘোষের চিঠি মামলায় অব্যাহতি চেয়ে নির্দেশে পুনর্বিবেচনার আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন করেন সাংসদ। কুন্তল ঘোষের চিঠির মামলায় তাঁর কোনও বক্তব্য থাকলে আবেদন করতে পারেন- বলে জানিয়েছিলেন বিচারপতি সিন্হা। আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানান অভিষেক। শুক্রবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
ঘোষিত কর্মসূচিতে কলকাতার বাইরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই কারণে আগেই আদালতের সময় চেয়ে আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী।
কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণের প্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিষেক। তার জেরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা সরিয়ে বিচারপতি সিনহার বেঞ্চে পাঠানো হয়। সেই মামলার শুনানিতেই এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, তদন্তের প্রয়োজনে তৃণমূল সাংসদকে মামলায় পার্টি করা হোক।
Be the first to comment