পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের আগে দলের সংগঠনকে ঢেলে সাজাতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একে একে সমস্ত জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। এবার তাঁর নজর বীরভূমে।
জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলে থাকায় বীরভূম নিয়ে নতুন চিন্তাভাবনা করতে হচ্ছে ঘাসফুল শিবিরকে। ফলে পঞ্চায়েতের আগে বীরভূমের ভোট কৌশল ঠিক করতে নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক। অনুব্রতের শূন্যস্থান পূরণে তিনি কী মাস্টারস্ট্রোক দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
জানা গিয়েছে, আজ শুক্রবার দুপুর তিনটে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বৈঠকে বীরভূম জেলার সাংসদ, বিধায়ক ও নেতৃত্বরা উপস্থিত থাকবেন। তাঁদের কী বার্তা দেন সেটাও দেখার।
Be the first to comment