কয়লা পাচার কাণ্ডে ইডি দফতরে অভিষেক, চলছে জিজ্ঞাসাবাদ

Spread the love

কয়লা পাচার কাণ্ডে শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকাল পৌনে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে গেলেন অভিষেক। ইতিমধ্যে ইডি দফতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে, এই মামলায় দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। সে বার তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। গত ২৩ জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। পুত্রসন্তানকে কোলে নিয়ে ইডি দফতরে গিয়েছিলেন অভিষেক-ঘরণি। সূত্রের খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে ইডির বিশেষ দল এসেছে শহরে।

চলতি সপ্তাহের মঙ্গলবার অভিষেককে আইনি নোটিশ পাঠায় ইডি। ঘটনাচক্রে সোমবার ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অভিষেককে হয়তো আবার নোটিস পাঠাবে ওরা। পরের দিনই, অর্থাৎ মঙ্গলবার অভিষেককে ইডির তলবের খবর রাজ্য রাজনীতিতে আলাদা মাত্রা যোগ করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*